Maareesani (2025) Hindi Dubbed Tamil Movie || Netflix Original Movie

IMDb rating ➤ 7.2/10
Directors ➤ Sudheesh Sankar
Stars ➤ Fahadh Faasil, Vadivelu, Kovai Sarala, Sithara, Renuka Etc.
Genres ➤ Comedy, Drama, Thriller
Language ➤ Hindi Dubbed
Country ➤ India
Platform ➤ Netflix
চোর মানেই আমরা ভাবি ধূর্ত, লোভী আর শুধু সুযোগের অপেক্ষায় থাকে। কিন্তু যদি সেই চোরের মনেই একদিন অদ্ভুত পরিবর্তন ঘটে? ঠিক এরকমই গল্প নিয়ে তৈরি হয়েছে Maareesani (2025)।

গল্পে দেখা যায়, এক ধনী বুড়ো লোক, যিনি আলঝেইমারস রোগে ভুগছেন—মানে কিছুক্ষণ পরপরই সব ভুলে যান। তিনি একদিন ব্যাংক থেকে অনেক টাকা তোলেন। সেটা নজরে পড়ে এক ছোটখাটো চোরের। সুযোগ বুঝে চোর ভান করে যেন খুব ভদ্রভাবে সাহায্য করছে, আর লোকটাকে মোটরসাইকেলে তুলে নেয়। পরিকল্পনা একটাই—ঠিক জায়গায় গিয়ে টাকা মেরে দেওয়া।

শুরুতে মনে হয় এটা স্রেফ এক ঠকবাজির কাহিনি। কিন্তু রাস্তায় বের হওয়ার পর থেকে গল্প অন্যদিকে মোড় নেয়। চোর যতক্ষণ ওই বুড়োর সঙ্গে কাটাতে থাকে, ততই তার ভেতরে অদ্ভুত টান তৈরি হয়। যে মানুষটাকে সে ঠকাতে চেয়েছিল, তাকেই যেন ধীরে ধীরে নিজের আপন মনে হতে শুরু করে। আর বুড়ো লোকটা, যার সবসময় স্মৃতি গুলিয়ে যায়, সেও চোরের সঙ্গে গড়ে তোলে এক অদ্ভুত সম্পর্ক।

শেষ পর্যন্ত এই যাত্রা শুধু টাকা হাতানোর জন্য থাকে না। এটা হয়ে ওঠে এক আবেগঘন ভ্রমণ—যেখানে চোর আর ভোলা মানুষ দু’জনই একে অপরের জীবনে চিরকালীন ছাপ ফেলে যায়।

Maareesani তাই শুধু থ্রিলার না; এর ভেতরে লুকিয়ে আছে বন্ধুত্ব, মানবিকতা আর জীবনের অচেনা টুইস্ট—যা দর্শককে ভাবতে বাধ্য করে।

⚠️ দুঃখিত! আপনি AdBlock ব্যবহার করছেন। অনুগ্রহ করে এটি বন্ধ করুন এবং পৃষ্ঠাটি পুনরায় লোড করুন।