IMDb rating ➤ 7.2/10
Directors ➤ Dae Yoon Jung
Stars ➤ Imtiaz Barshon, Manoj Kumar Pramanik, Priyontee Etc.
Genres ➤ Romance
Language ➤ Bangla
Country ➤ Bangladesh
পালাশ খুব সাধারণ এক ছেলে। একটা ছোট্ট গেস্টহাউসে কাজ করে, অতিথিদের দেখাশোনা করাই তার কাজ। সারাদিন ব্যস্ত থাকে—কখনো খাবার পৌঁছে দিচ্ছে, কখনো ঘর পরিষ্কার করছে। জীবনটা একঘেয়েই কাটছিল, যতক্ষণ না তার জীবনে হঠাৎ ঝড়ে আসে ঈশা।
ঈশা তখন উঠতি নায়িকা। চারপাশে তার পরিচিতি বাড়ছে, নামডাকও ছড়াচ্ছে। কিন্তু আড়ালে তার জীবন মোটেও ঝলমলে নয়। প্রেমিকের নির্যাতন, মানসিক চাপ—সব মিলিয়ে সে ভেতরে ভেতরে ভেঙে পড়ছিল।
এক রাতে সেই অশান্তি চরমে ওঠে। তীব্র ঝগড়ার এক পর্যায়ে ঈশার হাতে থাকা রিভলভার থেকে গুলি ছুটে যায়—প্রেমিক মাটিতে লুটিয়ে পড়ে। মুহূর্তটা এত হঠাৎ ঘটে যে, সে নিজেই বুঝতে পারে না—এটা কি দুর্ঘটনা, নাকি তারই অজান্তে জমে থাকা ঘৃণা আর কষ্টের বিস্ফোরণ?
ঠিক তখনই সেখানে হাজির হয় পালাশ। চোখের সামনে ঘটে যাওয়া এই দৃশ্যে তার মাথা ঘুরে যায়। ঈশা ভয়ে কাঁপছে, মুখে শুধু একটাই প্রশ্ন—“আমি কি খুন করলাম?” পালাশ বোঝে না কী করবে। পুলিশ ডাকবে? নাকি মেয়েটাকে বাঁচাবে? তার ভেতরে তখন ভয় আর মানবিকতার ভয়ানক লড়াই শুরু হয়।
সেই এক রাতেই পালাশের নিরীহ জীবন হঠাৎ করে জড়িয়ে যায় রক্ত, ভয় আর অজানা এক দায়বদ্ধতার সঙ্গে। ভাগ্য যেন ইচ্ছে করেই তাকে টেনে নিয়ে আসে এমন এক মোড়ে, যেখান থেকে আর সহজে ফেরা সম্ভব নয়।