IMDb rating ➤ 7.2/10
Directors ➤ Gowtam Tinnanuri
Stars ➤ Vijay Deverakonda, Rukmini Vasanth, Ayyappa P. Sharma, Bhagyashri Borse Etc.
Genres ➤ Action, Drama, Thriller, War
Language ➤ Hindi Dubbed
Country ➤ India
ভাবুন তো, আপনি এক সৎ পুলিশ অফিসার। হঠাৎ জানতে পারলেন, আপনার সবচেয়ে কাছের মানুষ, আপনার নিজের ভাই—নিখোঁজ। তখন কি করবেন? স্বাভাবিকভাবেই তাকে খুঁজতে বের হবেন, তাই না? Kingdom (2025)-এর শুরুটা এমন এক আবেগঘন টান থেকেই।
ছবির নায়ক সুরি (বিজয় দেবরাকোন্ডা), এক সাধারণ কনস্টেবল। শান্ত-সাদামাটা মানুষ, কিন্তু পরিবারের টান তার কাছে সবার আগে। বড় ভাই শিবার হঠাৎ হারিয়ে যাওয়া তার জীবন উলটপালট করে দেয়। ভাইকে খুঁজতে সে ছুটে যায় শ্রীলংকা।
কিন্তু সেখানে গিয়েই তার পৃথিবী ভেঙে পড়ে। সে বুঝতে পারে—শিবা আর সেই আগের মানুষ নেই। এখন সে এক ভয়ঙ্কর সন্ত্রাসী সংগঠনের নেতা! মুহূর্তেই সুরির ভেতরে শুরু হয় এক অদৃশ্য যুদ্ধ—রক্তের টান বনাম কর্তব্য।
এই জায়গাতেই ছবিটা অন্যরকম হয়ে যায়। দর্শক শুধু অ্যাকশন দেখে না, বরং অনুভব করে সেই মানসিক টানাপোড়েন, যেখানে একজন ভাইকে থামাতে হবে দেশের জন্য, অথচ সেই ভাই-ই তার রক্তের সম্পর্কের।
চমৎকার লোকেশন, দমবন্ধ করা অ্যাকশন আর আবেগের ভেতর দিয়ে “Kingdom” দাঁড়িয়ে গেছে একদম আলাদা জায়গায়। এটা শুধু গুপ্তচরের গল্প নয়, শুধু অ্যাকশন থ্রিলারও নয়—এটা আসলে পরিবারের প্রতি ভালোবাসা আর দায়িত্বের দ্বন্দ্বের গল্প।
👉 সংক্ষেপে: “Kingdom” দেখাবে, কখনো কখনো জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধটা হয় না বাইরের দুনিয়ার সঙ্গে, বরং নিজের ভেতরের সঙ্গে।