Superman (2025) Hindi Dubbed English Movie || HBO Max Original Movie

IMDb rating ➤ 7.7/10
Directors ➤ James Gunn
Stars ➤ David Corenswet, Alan Tudyk, Grace Chan, Bradley Cooper Etc.
Genres ➤ Action, Adventure, Sci-Fi
Language ➤ Hindi
Country ➤ India
Platform ➤ HBO Max
Superman মানে Clark Kent অনেকদিন ধরেই Metropolis শহরে সুপারহিরো হিসেবে মানুষকে বাঁচিয়ে আসছে, আবার একইসাথে রিপোর্টারের চাকরিও করে Daily Planet-এ। ওর গার্লফ্রেন্ড Lois Lane, দুজনের সম্পর্কও ভালোই চলতেছিল। হঠাৎ একদিন একটা দেশ যুদ্ধ শুরু হয়, তখন Clark ভাবে, মানুষদের বাঁচানো দরকার। সে নিজে সেখানে গিয়ে হস্তক্ষেপ করে, কিন্তু বিপদে পড়ে যায়, কারণ ওখানে ছিল এক ভয়ানক শক্তিশালী শত্রু — যাকে কেউ কেউ "Hammer of Boravia" নামে চেনে। Superman হেরে যায়, মার খেয়ে অজ্ঞান হয়ে যায়।

তখন Superman-এর প্রিয় কুকুর Krypto আসে ওকে উদ্ধার করতে, ওকে নিয়ে যায় এক বরফে ঢাকা জায়গায়, যেটাকে বলে Fortress of Solitude। ওখানে রোবটরা ওকে রিকভারি করায় আর তখনই Superman দেখতে পায় Krypton থেকে ওর বাবা-মা Jor-El আর Lara কিছু পুরনো বার্তা রেখে গেছে। তখন সে জানতে পারে, ওকে পৃথিবীতে পাঠানোর আসল উদ্দেশ্য ছিল শুধু বাঁচানো না — বরং একদিন পৃথিবী দখল করা। এটা শুনে Superman একদম ভেঙে পড়ে, কারণ ও ছোটবেলা থেকে এই পৃথিবী, এই মানুষদের নিয়েই বড় হয়েছে, তাদেরই ভালোবাসে।

এইদিকে Lex Luthor নামে এক জঘন্য বদমাশ ধনী লোক Superman-কে খতম করার প্ল্যান করে। সে মিথ্যা প্রচার চালায়, মানুষকে ভুল বোঝায় যে Superman আসলে হুমকি। পরে সে এমন এক যন্ত্র বানায় যেটা দিয়ে এক আলাদা ছোট ইউনিভার্স তৈরি করে, আর সেখানে Superman-কে ফাঁদে ফেলে দেয়। তারপর Superman-এর ডিএনএ দিয়ে একটা নকল Superman বানায়, যার নাম Ultraman, যে দেখতে হুবহু এক কিন্তু স্বভাবে ভয়ানক।

Ultraman বাইরে গিয়ে তাণ্ডব চালায়, মানুষকে ভয় দেখায় আর Superman তখন ওই পকেট ইউনিভার্স থেকে অনেক কষ্টে বের হয়ে আসে। তখন তার সাথে যোগ দেয় কিছু নতুন হিরো — যেমন Green Lantern, Hawkgirl আর Mister Terrific। এরা সবাই মিলে একটা টিম বানায় — নাম Justice Gang।

Superman লড়াই করে Ultraman-এর সঙ্গে, আবার এক Engineer নামের ভিলেনকেও হারায়, যেটা এক রোবট টাইপ ভয়ংকর শত্রু ছিল। শেষমেশ Superman নিজের বিশ্বাস, সাহস আর সততার জোরে সবাইকে হারিয়ে দেয়। আর Lois Lane পুরো কাহিনী মিডিয়াতে ফাঁস করে, যাতে Lex Luthor-এর সব ষড়যন্ত্র মানুষের সামনে আসে।

শেষে Superman আবার মানুষের বিশ্বাস ফিরে পায়, আর সে নিজেই বলে — আমি Krypton থেকে এলেও, আমি এই পৃথিবীরই মানুষ।

সবশেষে দেখা যায় Superman আর ওর প্রিয় কুকুর Krypto একসাথে চাঁদে বসে আছে, আর পৃথিবীর দিকে তাকিয়ে আছে চুপচাপ। আর পোস্ট-ক্রেডিটে দেখা যায়, Metropolis-এ একটা বিশাল ফাটল তৈরি হয়েছে — যেটা নতুন কোনো বিপদের ইশারা দেয়। আর এক ঝলকে Supergirl-কে দেখা যায়, মানে DC Universe-এর পরের সিনেমার জন্য একটা টিজার দিয়েছে।

⚠️ দুঃখিত! আপনি AdBlock ব্যবহার করছেন। অনুগ্রহ করে এটি বন্ধ করুন এবং পৃষ্ঠাটি পুনরায় লোড করুন।