সিজন ০১ঃ
বিখ্যাত দত্ত বাড়ি, যাদের নামই সম্মানের আর ঐতিহ্যের প্রতীক। কিন্তু সেই ঘরের ইজ্জতে যেন বজ্রপাত নামল—পরিবার আর কাছের বন্ধুদের চোখের সামনে খুন হল দত্ত বাড়ির উত্তরাধিকারী। আর সন্দেহ গিয়ে পড়ল তার স্ত্রী মালিনীর ওপর।
মালিনীকে বাঁচানোর দায়িত্ব পড়ল একদম সাধারণ, সোজাসাপ্টা কিন্তু মন দিয়ে কাজ করা আইনজীবী অচিন্ত্য আইচের কাঁধে। কিন্তু সামনে আছে চালাক-চতুর সীতারাম গাঙ্গুলী—যে মামলায় জয়লাভ করতেই জানে।
অচিন্ত্য কি পারবে দত্ত বাড়ির লুকিয়ে থাকা সত্যি ফাঁস করে মালিনীকে মুক্তি দিতে? নাকি সব রহস্য থেকে যাবে চাপা?
সিজন ০২ঃ
নিজের বিয়ের ঠিকদিনে, হঠাৎ এসে হাজির নুপুর। কাঁপা গলায় অনুরোধ—তার বাবাকে ফাঁসি থেকে বাঁচাতে হবে। পুরনো এক চাঞ্চল্যকর মামলার দরজা আবার খুলে ফেলল এই অনুরোধ।
মামলাটা হাতে নিয়েই অচিন্ত্য আইচের সামনে এল ঝড়—মানুষের রাগ, হুমকি, আর আইনগত চাপ। কিন্তু সত্যের খোঁজে এক পা-ও পিছু হটল না সে। ধীরে ধীরে বেরিয়ে আসতে লাগল লুকানো কিছু ঘটনা, যা প্রমাণ করতে পারে—যে মানুষটিকে সবাই দোষী ভাবছে, সে হয়তো আসলেই নির্দোষ।
শেষমেশ কি অচিন্ত্য ন্যায় ফিরিয়ে আনতে পারবে? নাকি সব সত্য চাপা পড়ে যাবে?