MDb rating ➤ 7.4/10
Directors ➤ Christopher McQuarrie
Stars ➤ Tom Cruise, Hayley Atwell, Simon Pegg, Pom Klementieff Etc.
Genres ➤ Action, Adventure, Thriller
Language ➤ Hindi Dubbed
Country ➤ U.S.A
ইথান হান্ট এইবার তার জীবনের সবচেয়ে ভয়ংকর মিশনে নামে। একটা এআই তৈরি হয়েছে, নাম Entity—যেটা চাইলে পুরো দুনিয়ার সিস্টেম কব্জা করতে পারে, পারমাণবিক অস্ত্র চালু করে দিতে পারে, সব দেশকে যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। এই Entity-কে থামানোই ইথানের টার্গেট।
কিন্তু সমস্যা হলো—এর নিয়ন্ত্রণের চাবি লুকানো আছে এক রাশিয়ান সাবমেরিনে, যেটা ডুবে গেছে সাগরের তলায়। সেই সূত্র পেতে ইথান আর তার টিমকে দৌড়াতে হয়। এদিকে Entity-র হয়ে কাজ করছে এক পুরোনো শত্রু, Gabriel। সে চায় Entity-র পুরো শক্তি নিজের দখলে নিতে।
ইথান, গ্রেস, বেনজি আর নতুন ছেলে থিও মিলে এই মিশনে নামে। লুথারও ছিল, কিন্তু একটা বোমা থামাতে গিয়ে সে নিজের জীবন দিয়ে দেয়—এটা ইথানের টিমের জন্য সবচেয়ে বড় আঘাত।
তারপর শুরু হয় দারুণ সব চেজ, ফাইট আর থ্রিলার—লন্ডন, আকাশ, পানির তলা—সব জায়গায়। শেষে ইথান সাবমেরিনে ঢুকে Entity-র আসল কোড হাতিয়ে আনে। Gabriel পালাতে গিয়ে বিমানে ফেঁসে মারা পড়ে। আর ইথান এক পাগলাটে স্কাইডাইভ করে বেঁচে যায়।
শেষে ইথান আর গ্রেস মিলে Entity-কে একটা ডিজিটাল কারাগারে বন্দী করে ফেলে। ফলে পৃথিবী বেঁচে যায় বড় ধ্বংসের হাত থেকে। মুভির শেষে টিম একে অপরকে বিদায় জানায়—সবাই বুঝতে পারে, এটাই ইথান হান্টের শেষ লড়াই, তার অসম্ভব মিশনের সমাপ্তি।