Aavesham (2024) Hindi Movie || Disney+ Hotstar Original Movie

IMDb rating ➤ 8.0/10
Directors ➤ Jithu Madhavan
Stars ➤ Fahadh Faasil, Hipzster, Mithun Jai Shankar, Roshan Shanavas Ect.
Genres ➤ Action, Comedy
Language ➤ Hindi Dubbed
Country ➤ India
Platform ➤ Disney+ Hotstar
৩ জন ছেলে গ্ৰাম থেকে কলেজে ভর্তি হওয়ার জন্য ব্যঙ্গালোরে আসে । ভর্তি হওয়ার পর কলেজের বড় ভাইয়েরা তাঁদের খুব খারাপ ভাবে র‍্যাগিং করে ।‌ র‍্যাগিঙ্গের এর বদলা নেওয়ার জন্য তারা পাগল হয়ে যায়।‌ বাট তাদের এই এলাকার সাপোর্ট না থাকায় ওরা ওদের কিছুই করতে পারছিলো না । তাই ওরা তাদেরকে মেরে শিক্ষা দেয়ার জন্য বড় ভাই বা গুন্ডা টাইপের লোক খুঁজে বেড়ায়। এইভাবে এক সময় ওদের সাথে পরিচিত হয় রাঙ্গা নামের এক বড় ভাইয়ের সাথে। যিনি কিনা ব্যঙ্গালোর শহরের নামকরা এক গ্যাংস্টার। আর তার পরবর্তীতে কি ঘটে তা মুভিটা দেখলেই বুঝতে পারবেন ।


ব্যক্তিগত মতামত :

সবমিলিয়ে এই মুভিটির স্টোরিলাইন এমন ভাবে মেইক করা হয়েছে মুভির ভাইব থেকে শুরু করে সবকিছুই ব্রেনে ঢুকে যাবে। মুভির BGM ছিল অনেক অনেক ভাল এক কথায় টপ নচ। মুভির একবারে শেষে মিউজিকটার এডিটিংসহ লাগানো হয়ছিলো। মুভির কালার গ্রডিয়েন্ট খুবি ভয়াল। কি নেই এই মুভিতে? যা চাইবেন সব আছে। ফাহাদ ফাসিল কেমন অভিনেতা সেটা আমরা সবাই জানি। এই মুভিতে পাগলাটে চরিত্রে আরো তিনি তার একবার জাত চিনিয়ে দিয়েছেন।

⚠️ দুঃখিত! আপনি AdBlock ব্যবহার করছেন। অনুগ্রহ করে এটি বন্ধ করুন এবং পৃষ্ঠাটি পুনরায় লোড করুন।