জানোয়ার (২০২১) বাংলা মুভি || Janowar (2021) Bangla Movie || Cinematic Original Series

IMDb rating ➤ 7.7/10
Directors ➤ Raihan Rafi
Stars ➤ Rashed Mamun Apu, Farhad Limon, Taskeen Rahman Ect.
Genres ➤ Crime, Drama, Thriller
Language ➤ Bangla
Country ➤ Bangladesh
Platform ➤ Cinematic

প্লট :
------

আমাদের এই সমাজের আশেপাশে মানুষ রুপি জানোয়ারদের দিয়ে ভরে উঠেছে তাই যেন প্রতি মুহূর্তে টের পাওয়া যায় এই সিনেমাতে।  ছোট ছোট বাচ্চা গুলোকেও জানোয়ারগুলো ছাড় দেয় না। এরা দেখতে অবিকল মানুষের মতো হলেও আদতে তাদের মধ্যে নেই কোনো মায়া-দয়া। 
সিনেমাটি সত্য ঘটনাকে অবলম্বন করে নির্মাণ করা হয়েছে। বাংলাদেশের গাজীপুরে জেলায় ঘটে যাওয়া এক নির্মম হত্যাকাণ্ডের ঘটনা তুলে ধরা হয়েছে মুভিতে। এই ঘটনায় ডাকাতি করতে এসে ডাকাতদল মা সহ ২ মেয়ে সন্তানকে ধর্ষনের শিকার হতে হয়েছে বারবার।
শুধু তাই না তাদের প্রতিবন্ধি ছেলেটিকেও এই জানোয়ার ডাকাতদল হ্যাতা করে। আমাদের দেশে সত্যিকারের ক্রাইম নিয়ে মুভি দেখা যায় না। এই সিনেমাটি বেশ আলোড়ন সৃষ্টি তৈরি করেছে।

সিনেমায় সেই ভয়াবহ রাত্রের চিত্র তুলে ধরা হয়েছে। শুরুটা হয় পরিবারের ছোট ১০ বছরের বাচ্চা মেয়ে হাওয়ারিন - এর জন্মদিনের আয়োজন থেকে আর শেষটা হয় তাদের মর্মান্তিক মৃত্যু দিয়ে। তাদের কি এমন দোষ ছিল কি এমন অপরাধ তারা করেছে যে তাদের এমন নির্মমভাবে হত্যা কা হল?
ছোট এই পরিবারটা ছিল সুখি তারা তাদের মতো করে জীবন চালাচ্ছিল তবু কেন তাদের খুন কা হল? এই প্রশ্নগুলো একটু পর-পর আপনার মনে বেজে উঠবে।

শেষ কথা : 

অভিনয় সম্পর্কে বলতে হলে বলা যায়, সকলেই যথেষ্ট ভাল ও মার্জিত অভিনয় করেছেন। তবে ভিলেন চরিত্রের অভিনেতারা ধারুন করেছেন। তাদের দেখে আপনার আত্না সত্যি সত্যি কেঁপে উঠবে!
তাদের ডায়ালগ ভেলিভারি দেখে যে কারো মনে হবে যে তারা সেই ডাকাত দল। তবে পুলিশ অফিসার দুজনের অভিনয় একটু ঘাটতি ছিল আমার কাছে তেমন ভাল লাগেনি। তাছাড়া বাকি সব ঠিকঠাক ছিল ।
এই মুভির কনসেপ্ট বা অভিনয় দেখে আশা করি আপনাদের কোন অভিযগ থাকবে না। কিন্তু কিছু বিষয় আছে যেগুলো নিয়ে আমি খুব একটা খুশি হতে পারিনি আপনাদের কাছে হয়ত ব্যাপারটা ভিন্ন লাগতে পারে। তবে সবশেষে এটাই বলতে চাই যে, এমন কন্টেট ভবিষ্যতে আরো দেখতে চাই।

⚠️ দুঃখিত! আপনি AdBlock ব্যবহার করছেন। অনুগ্রহ করে এটি বন্ধ করুন এবং পৃষ্ঠাটি পুনরায় লোড করুন।