বোকাবাক্সতে বন্দী (২০২৪) বাংলা সিরিজ || Boka Bakshote Bondi (2024) Bangla Web Series || Hoichoi Original Series

IMDb rating ➤ 5.6/10
Directors ➤ Debaloy Bhattacharya
Stars ➤ Solanki Roy, Neil Bhattacharya, Soumya Banerjee, Moushumi Saha, Olivia Sarkar Ect.
Genres ➤ Psychological, drama
Language ➤ Bangla
Country ➤India
Platform ➤ Hoichoi
প্লট : 

ছোট পর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনয় শিল্পী অপলা মিডিয়া জগৎ থেকে বিদায় নিয়ে নেয় হঠাৎ করেই। কিন্তু কি এমন ঘটনা ঘটল যে অপলা অভিনয় জগৎ ছেড়ে দিল?

কারণটা হচ্ছে অপলা চায় সাধারণ একটি জীবন। সে চায় বিয়ে করে সংসারী হতে আদর্শ স্ত্রী হতে। তাছাড়া সে আরও চায় ইমোশনাল মা হতে! এসব সে নিজের ইচ্ছেতে করছে।

আসলেও কি অপলার এই স্বপ্ন পূরণ হবে নাকি ঝড়ো হাওয়াতে বিলীন হয়ে যাবে তার স্বপ্ন? বিয়ে অপলা করে ঠিক কিন্তু তার বাকি স্বপ্ন গুলো স্বপ্নই হয়ে থাকে। তার জীবনে নেমে আসে ভয়াবহ বিপর্যয়।

শেষ কথা :

সিরিজটা বাংলাদেশের মানুষের জন্য আহামরি কিছু না হলে অখাদ্য টাইপের কিছু না। দেখার মত একটি সিরিজ। হাতে সময় থাকলে দেখতে বসে যেতে পারেন। তবে আপনাদের ভিন্ন মত থাকতেই পারে। অভিনয় মোটামুটি সবাই ভাল করেছে তবে কিছু দুর্বলতা আছে সেটা আপনারা সিরিজটি দেখার সময় বুঝতে পারবেন।
⚠️ দুঃখিত! আপনি AdBlock ব্যবহার করছেন। অনুগ্রহ করে এটি বন্ধ করুন এবং পৃষ্ঠাটি পুনরায় লোড করুন।