IMDb rating ➤ 7.2/10
Directors ➤ Kajal Arefin Ome
Stars ➤ Ziaul Hoque Polash, Marzuk Russell, Iresh Zaker, Chashi Alam, Pavel Ect.
Genres ➤ Comedy, Action
Language ➤ Bangla
Country ➤Bangladesh
প্লট :ব্যাটারির গলির গ্যাঞ্জাম এখন শেষ। আগের মতো আর মেয়ে নিয়ে এই গলিতে বোমাবাজি হয় না। হয় না কাউকে রাম দা দিয়ে কুপানো বা হকি স্টিক দিয়ে পেটানো অথবা পিস্তল নিয়ে মহড়া। সবাই এখন সতর্ক ও ভদ্র হয়ে গেছে।
ব্যাটারির গলি এখন শান্তির নীড়। এই শান্ত পরিবেশ হঠাৎ আবারো অশান্ত হয়ে উঠে। কে করল এই শান্তি চুক্তির অবমাননা? এবার এলাকার কেউ না। এসেছে বাইরের এলাকার পাওয়ার ফুল ব্যাক্তি।
একদিন তোতলা ড্যান্সার শাহ্ আলম ও মুদি আনোয়ার ব্যাটারির গলিতে আড্ডা দিচ্ছিল তখনি তাদের সামনে দিয়ে হেঁটে চলে যায় আগুনের মতো রূপসী একটি মেয়ে! রূপসীর সৌন্দর্যে ব্যাটারির গলি যেন আলোকিত হয়ে উঠে!
তোতলা ড্যান্সার শাহ্ আলম ও মুদি আনোয়ার মেয়েটির অপেক্ষায় ব্যাটারির গলিতে। তখনি আগমন ঘটে বনানীর হেডম ওয়ালা। সে এসেই চড় বসিয়ে দেয় তোতলা ড্যান্সার শাহ্ আলম ও মুদি আনোয়ারের গালে! মানা যায়!!!
এদিকে কুত্তা মিজান ও এতিম আকবর আবারো লুচ্চামির কারণে জেলে যায়! এবার কি তবে বনানী এরিয়ার চকলেট বয়দের কাছে ধরা খেয়ে যাবে ব্যাটারির গলির ছেলেরা? নাকি লাবু কমিশনারের হাত ধরে ঘুরে দাঁড়াবে? নাকি লাবু কমিশনারের আরেক পা খোঁড়া করে দিবে বনানীর ছেলে পুলেরা? কি হবে আসলে?
শেষ কথা :
বিগত ৩ টি পর্বের মত এবারের ফিমেল ৪ ঠিক জমে উঠেনি। আমরা জানি যে ফিমেল সিরিজটি খুব হাসির। ফিমেল পার্ট ৪ এ গত তিন পার্টের মতো হাসির বা ব্যাপক বিনোদনের কোনো ডায়লগ শুনতে পাবেন না। আসলে পুরো ওয়েব ফিল্মটা পুরাতন বোতলে নতুন মদের মতো লাগলো। এক জিনিস বারবার একই চরিত্র, ঘুরে ফিরে সেই একই ফাইটিং।
সবশেষ আমি বলতে বাধ হচ্ছি, কি দরকার ছিলো ফিমেল ৪ করার? হাইপ আছে বলে, নাটক এর পার্ট না বাড়িয়ে নাটকের কোয়ালিটি বাড়ানো দরকার। আগের পার্টের মতো এবারের পার্ট ভালো লাগেনি তেমন, আপনাদেরও হয়ত ভাল লাগবে না।
সবাইকে বলবো হাতে অফুরন্ত সময় থাকলে দেখে নিতে পারেন।