IMDb rating ➤ N/A
Directors ➤ Arifur Rahman
Stars ➤ Tahsan, Orsha, Mithila, Manoj, Mim Mantasha Ect.
Genres ➤ Thriller, Drama, Sports, Mystery
Language ➤ Bangla
Country ➤Bangladesh
Platform ➤ Chorki
SPL ২০২৪ এর ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত তরুণ প্রতিভাবান ক্রিকেটার রহস্যজনক ভাবে মারা যায় হোটেল রুমে। ক্রিকেটার অপুর বড় ভাই পুলিশ ইন্সপেক্টর তপু তার ভাইয়ের রহস্য ও দুঃখজনক মৃত্যুর ইনভেস্টিগেশন করতে গিয়ে মুখোমুখি হয় ক্রিকেট খেলার জুয়ার এক ভয়ানক দুনিয়ার। যার সঙ্গে জড়িয়ে থাকতে পারে দেশের সবচেয়ে বড় তারকা ক্রিকেটারও।
পাওয়ার প্লে (এপিসোড ১ প্লট) :
SPL লীগের ম্যাচে উদীয়মান নতুন তরুণ ক্রিকেটার অপুর ভুলবশত কলে (Call = কল) রান আউট হয়ে যায় বানলাদেশের স্টার ক্রিকেটার আবির। এদিকে অপুর ভুল কলে আবীর আউট হলেও একাই ম্যাচ জিতিয়ে ফেলে!
এবং ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়। এই ঘটনা ঘটার ঠিক ২ দিন পড় ঘটে যায় অস্বাভাবিক ভয়ংকর ঘটনা!
হাউ'জ দ্যাট? (এপিসোড ২ প্লট) :
এই এপিসোডে আপনি দেখবেন নিজ হোটেল কক্ষে পাওয়া যায় ক্রিকেটার অপুর মৃতদেহ। পুলিশ অফিসার ইন্সপেক্টর তপু হচ্ছে ক্রিকেটার অপুর বড় ভাই। সে জানতে পারে, তার ছোট ভাই অপু আত্মহত্যা করেছে। এ কথা পুলিশ অফিসার তপু কোনভাবেই বিশ্বাস হয় করেনা।
সে এই কেসের তদন্ত করতে চায়, কিন্তু তাকে হতাশ হতে হয়। তাকে এই ইনভেস্টিগেশনে স্পেশাল ব্রাঞ্চের টিমে জায়গা দেয়া হয় না।
ডিসিশন পেন্ডিং (এপিসোড ৩ প্লট) :
চার্লি নামের একজন জুয়াড়ি ব্ল্যাকমেল করছেন দলের সেরা স্টার ক্রিকেটার আবির কে। এই ঘটনা সাংবাদিক জিনিয়ার (মিথিলা) সন্দেহ বাড়তে থাকে। অপু কি সত্যি সুইসাইড করেছে? নাকি তাকে খুন করা হয়েছে?
এ প্রশ্নের উত্তর পাওয়ার আগে পুলিশ অফিসার তপু আবিষ্কার করে আরেক নতুন ঘটনা!
কট বিহাইন্ড (এপিসোড ৪ প্লট) :
এপিসোডে আপনি দেখবেন সাংবাদিক জিনিয়ার সঙ্গে দেখা করে ইন্সপেক্টর তপু। এদিকে ক্রিকেটার আবিরের ম্যাচ ফিক্সিং করা নিয়ে সন্দেহ বাড়তে থাকে সাংবাদিক জিনিয়ার। এদিকে জুয়াড়ি চার্লি আবিরকে আবারও নতুন করে ব্ল্যাকমেল করা শুরু করে।
চার্লি আবীরকে নির্দেশ দেয় ফাইনাল ম্যাচে ইচ্ছে করে হেরে যেতে! আবীর কি মেনে নিবে এই নির্দেশ?
ইনসাইড আউট (এপিসোড ৫ প্লট) :
সাংবাদিক জিনিয়ার কাছ থেকে তথ্য পেয়ে পুলিশ অফিসার তপু আরও গভীরভাবে ইনভেস্টিগেশন শুরু করে। তারপর গোল্ডেন ড্রিমসের ফাইনাল ম্যাচ শুরু হয়। একজন বুকিকে খোঁজে পায় অফিসার তপু।
এই ফাইনাল ম্যাচের দিকে তীক্ষ্ণ নজর রেখে চলেছে সাংবাদিক জিনিয়া। জিনিয়া কি পারবে আবীরের গুমোর ফাঁস করতে?
স্ট্র্যাটেজিক টাইমআউট (এপিসোড ৬ প্লট) :
মৃত ক্রিকেটার অপুর ভাই পুলিশ অফিসার তপু একজন রহস্যময়ী নারী কে খুঁজছেন। এই নারী হচ্ছে এক ভয়ংকর খুনি! এই কিলার নারী আবিরের লাইভে ভয়ংকর ঘোষণা দেয়।
এদিকে সাংবাদিক জিনিয়া তার অফিসে বসের সঙ্গে ঝগড়া করে বেরিয়ে যায়, এর একটু পরে তার ফোনে আসে একটি অদ্ভুত ফোনকল।
ডেথ ওভার (এপিসোড ৭ প্লট) :
সমস্ত গোপন খবর ফাঁস হয়ে যাওয়ার আগে এই জুয়াড়ি চক্র খুন করতে চায় আবিরকে! অন্যদিকে পুলিশ অফিসার তপুও পেয়ে যায় তার ভাই ক্রিকেটার অপু হত্যার মূল খুনি কে। প্রশ্ন হচ্ছে ক্রিকেটার আবির কি সব গোপন তথ্য ফাঁস করতে পারবে?
এদিকে পুলিশ অফিসার তপু তার ভাই অপু হত্যার খুনিকে ধরে ভাই হত্যার আসল কারণ খুঁজে বের করতে পারবে?