রাজকুমার (২০২৪) বাংলা মুভি || Rajkumar (2024) Bangla Movie || Bongo Original Movie

IMDb rating ➤ 8.1/10
Directors ➤ Himel Ashraf
Stars ➤ Shakib Khan, Courtney Coffey, Tariq Anam Khan Ect.
Genres ➤ Drama, Action
Language ➤ Bangla
Country ➤ Bangladesh
Platform ➤ Bongo
মুভি প্লট ঃ

গ্রামের সহজ সরল ছেলে শামসুল যার একমাত্র স্বপ্ন যেকোনো উপায়ে আমেরিকা যাওয়া। তার স্বপ্নের পেছনের উদ্দেশ্য খুঁজতে হলে পুরো সিনেমাটা দেখতে হবে।
প্লট লেভেলে আহামরি কিছু না। তবে প্রধান বিষয়টা হলো এক্সিকিউশন। একটা সাধারণ গল্পকেও যত্ন নিয়ে এক্সিকিউট করলে সেটা অসাধারণ হয়ে যায়।
সেটাই যেন করেছেন হিমেল আশরাফ। কিছু ঘাটতি তো অবশ্যই ছিলো তবুও একবার দেখলে মনে এর রেশ দেখে যাওয়ার মতোই সিনেমা রাজকুমার।

মুভির পজিটিভ দিক ঃ

সর্বপ্রথম পজিটিভ দিক হলো এর লোকেশন। বেশিরভাগ লোকেশন এক্সট্রা অর্ডিনারি ছিলো, প্রিমিয়ামনেস ছিলো। বিশেষ করে গ্রামে সরিষা ক্ষেতের শটগুলো বিগ স্ক্রিনে চোখ জুড়িয়েছে।
এত সুন্দর করে গ্রামীণ পরিবেশকে প্রেজেন্ট করতে লাস্ট পুড়ামন ২ তে দেখেছিলাম।

মুভির নেগেটিভ দিক ঃ
 
সবচেয়ে বড় নেগেটিভ দিক হচ্ছে এর  গান। যাচ্ছে তাই অবস্থা। যেমন বাজে অবস্থা গানের, তেমনি অবস্থা টাইমিং এর। হুট করে গান এসে যাচ্ছে।
"আমি একাই রাজকুমার" এই লেভেলের গার্বেজ শাকিব খান কীভাবে করতে রাজি হলো সেই ভালো জানে। রোমান্টিক গানের সুরটাও হুবহু মিলে যায় "ও প্রিয়তমা"  গানের সাথে, লিরিক্স গুলো ও খুবই এভারেজ। তবে "বরবাদ" গানটা শুনতে ভালোই লেগেছে আর "মা" গানটাতো একধাপ ওপরেই নিয়ে গেলো রাজকুমারকে।

সবশেষ ঃ

কেন প্রিয়তমার চেয়ে ফার বেটার সিনেমা হয়েও আশানুরুপ দর্শক টানতে ব‍্যর্থ হয়েছে রাজকুমার? প্রধান কারণ হতে পারে প্রোমোশন স্ট্র‍্যাটেজি।

"প্রিয়তমা" রিলিজের আগে দুই পোস্টার দিয়েই হাইপের তুঙ্গে ছিলো। রাজকুমারে পোস্টার,গান ওয়ার্ক না করলেও তারা টিজার, ট্রেইলার রিলিজ করে পারফেক্ট প্রমোশন করতে পারতো।

আর সব সিনেমাই যে সুপারহিট, ব্লকবাস্টার হবে এরকম কোনো কথা নয়। শাকিব খানের গত ২-৩ বছরে রিলিজ হওয়া অন‍্যান‍্য সিনেমার চেয়ে অনেক ভালো বিজনেস করেছে।

সবচেয়ে ভালো দিক হচ্ছে শাকিব খানের সিনেমা মাল্টিপ্লেক্সে হিউজ পরিমাণ দর্শক টানছে। প্রিয়তমার পর মাল্টিপ্লেক্সে একটা আলাদা দর্শক তৈরি হয়েছে শাকিব খানের।

⚠️ দুঃখিত! আপনি AdBlock ব্যবহার করছেন। অনুগ্রহ করে এটি বন্ধ করুন এবং পৃষ্ঠাটি পুনরায় লোড করুন।