MDb rating ➤ 8.7/10
Directors ➤ Mohammad Nuruzzaman
Stars ➤ Arif, Lion, Ayaan Sohan, Zubayar Ect.
Genres ➤ Drama
Language ➤ Bangla
Country ➤ Bangladsh
লাটিম–নাটাই, রস-কষ-শিঙাড়া-বুলবুলি, গুলতি, জোলাভাতি শৈশবের এই সব ঘটনা কে নিয়ে একটি সিনেমা তৈরি করেছে। যেইমুভিটা দেখবে সেই বলবে এই সিনেমার ঘটনা আমার শৈশবের।আমার সত্তার গল্প এটি। একটা সময় স্কুলের গ্রীষ্মকালীন ছুটিকে বলা হতো "আম কাঁঠালের ছুটি"। মুইন্না খুব দুষ্ট প্রকৃতির ও ডানপিটে একটি ছেলে। সারা দিন বনে-বাদরে ঘুরে বেরায় ও গুলতি মেরে আম পেড়ে খায়।
মুইন্নার প্রকৃত নাম মনোয়ার কিন্তু গ্রামের সবাই ডাকে মুইন্না। মুইন্না বলে যখন বয়সে ছোটরা ডাকে মনোয়ার তখন খুব রাগ করে। এভাবেই অসাধারণ সুন্দর করে সিনেমার গল্প এগিয়ে গেছে। এটি কিন্তু শুধু ছোটদের মুভি না এটি বড়দের ও ছবি।