Thank You For Coming (2023) Hindi Movie || Netflix Original Movie

IMDb rating ➤ 5.6/10
Directors ➤ Karan Boolani
Stars ➤Bhumi Pednekar, Dolly Ahluwalia, Shibani Bedi, Sushant Divgikar Ect.
Genres ➤ Comedy, Thriller
Language ➤ Hindi
Country ➤ India
Platform ➤ Netflix
শুরুটা খারাপ ছিলো না। ভূমি তার মা'র মতো সিংগেল আনম্যারিড মাদার হয়ে একলা জীবন কাটাতে চান না তাই লাইফে একটা টীক মার্কের তালাশে থাকেন। টিক মার্ক মিলে যাওয়ার পর ভূমি'র ওই অর্গাজম সীনে আসার পর থেকেই সিনেমার অবস্থা লেজেগোবরে। মুভির জনরা কমেডি-ড্রামা।

অথচ এইখানে না পাইবেন ড্রামা, না পাইবেন কমেডি। বর্তমান সমাজের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকরে (যেইটা নিয়া কথা বলতে মানা) পুরাই খেলে দিয়ে পুরা নারীসমাজরে চপেটাঘাট করতে করতে মেকাররাই আসলে কনফিউজড হয়া গেছেন, কী বানাইলেন তা নিয়া। মুভির শেষের দিকে, ভূমি'র বান্ধবীর মেয়ের যখন ভিডিও লীক হইলো, তখন তারা না পুলিশের কাছে গেলো, না এর বিরুদ্ধে কোন স্টেপ নিলো।

তারমানে ভিডিও লীকটারে উনারা নরমালাইজই করলেন। বদলে তারা কী দেখাইলেন? ফেক ফেমিনিজমের শোডাউন। আশ্চর্যের ব্যাপার, ওই স্পীচ শুইনা স্কুলের বাচ্চারা তালি দিলো ক্যান, এইটা এখনো মগজে ঢুকাইতে পারলাম না। চাইলে দেখে নিতে পারেন।

⚠️ দুঃখিত! আপনি AdBlock ব্যবহার করছেন। অনুগ্রহ করে এটি বন্ধ করুন এবং পৃষ্ঠাটি পুনরায় লোড করুন।