IMDb rating ➤ N/A
Directors ➤ Harsha
Stars ➤ Sonam Bajwa, Tiger Shroff, Harnaaz Sandhu, Sanjay Dutt Etc.
Genres ➤ Thriller, Action, Drama
Language ➤ Hindi
Country ➤ India
রনি (টাইগার শ্রফ) জীবনটা একেবারে এলোমেলো। এক ট্রেন দুর্ঘটনায় সে বেঁচে গেল, কিন্তু আসলে সেটা ছিল তার নিজের জীবনের প্রতি এক ভয়ঙ্কর চেষ্টা। দুর্ঘটনার পর সে একদিকে প্রাথিষ্ঠার (সোনাম বাজওয়া) স্মৃতিতে ডুবে থাকে, আর একদিকে নিজের মন আর বাস্তবকে সামলাতে পারছে না।
এদিকে, তার জীবনে ঝুঁকি আরও বেড়ে যায়। রনি এমন এক খুনের মামলায় জড়িয়ে পড়ে, যা পুরো জীবনটাই বিপজ্জনক করে দেয়। তার পিছু নেমেছে চাকো (সঞ্জয় দত্ত), এক ভয়ঙ্কর অপরাধী, যে তার শত্রুদের একে একে খুঁজে বের করে মারছে।
রনি একা নয়। তার বন্ধু জিতু (শ্রেয়াস তালপাড়ে) সঙ্গে মিলে তারা চাকোকে ধরার পরিকল্পনা করে। গল্পে দুই মেয়েরও বড় জায়গা – প্রাথিষ্ঠা ও নতুন প্রেমিকা আলিশা (হরনাজ সান্ধু)। তাদের সঙ্গে রনির সম্পর্কের ওঠাপড়া গল্পটাকে আরও রোমাঞ্চকর করে তোলে।
পরিচালক এ. হর্ষা, যিনি ‘বজরঙ্গি’ আর ‘বেদা’ বানিয়েছেন, অ্যাকশন আর থ্রিলারের দারুণ ছোঁয়া দিয়েছেন। আর টাইগার শ্রফের একশন আর অভিনয় দর্শকদের মুগ্ধ করছে।