Mission Raniganj (2023) Hindi Movie || Netflix Original Movie

IMDb rating ➤ 7.7/10
Directors ➤ Tinu Suresh Desai
Stars ➤ Akshay Kumar, Parineeti Chopra, Rajesh Sharma, Ravi Kishan Ect.
Genres ➤ Action, Biography, Drama, History, Thriller
Language ➤ Hindi
Country ➤ India
Platform ➤ Netflix
সাল ১৩ ই নম্ভেম্বর ১৯৮৯ পশ্চিমগঞ্জের রানিগঞ্জ শহরের মহাবীর কয়লা খনি। প্রায় কয়েক হাজার দরিদ্র মানুষ সেই খনিতে কাজ করে। খনির ভেতর শ্রমিকেরা মোট তিনটি ইউনিটে বিভক্ত হয়ে কাজ করে। যাদের মধ্যে তিন নম্বর ইউনিট খনির একদম ভেতরে কাজ করে। একদিন কাজের সময় হঠাৎ এক বড় বিস্ফোরনে পানি প্রবল বেগে খনিতে প্রবেশ শুরু করে।

তৎক্ষনাত সকল ইউনিটকে অ্যালার্ট করে দেয়া হয়। কিন্তু তিন নম্বর ইউনিট যারা খনির একদম ভেতরে কাজ করছিলো তারা এই সতর্ক সংকেত পায়না যার ফলে পানির স্রোতের মধ্যে ৬৫ জন শ্রমিক আটকা পড়ে যায়।

তাদের উদ্ধারে বড় বড় ইঞ্জিনিয়ার পলিটিশিয়ানরা নানা রকম আলোচনা শুরু করে কিন্তু কেউই সঠিকভাবে শ্রমিকদের উদ্ধারে কোন কার্যকর পদক্ষেপ নিতে পারে না। সকলে ধরে নেয় ভেতরে যারা আটকা পড়েছে তাদের উদ্ধার আর সম্ভব নয়।

তারপরই সেখানে উপস্থিত হয় খনি প্রকৌশলি জশবন্ত সিং গিল। যিনি খনির ভেতর বাহির সবকিছুর অবস্থান পরখ করে তাদের উদ্ধারে এক নতুন উপায় খুঁজে বের করে। সিনেমাটি সত্যি ভাল লাগার মত। চাইলে দেখে নিতে পারেন।

⚠️ দুঃখিত! আপনি AdBlock ব্যবহার করছেন। অনুগ্রহ করে এটি বন্ধ করুন এবং পৃষ্ঠাটি পুনরায় লোড করুন।