IMDb rating ➤ 8.8/10
Directors ➤ Tanim Noor
Stars ➤ Joya Ahsan, Chanchal, Jahid Hasan, Afsana Mimi Etc.
Genres ➤ Comedy, Family, Drama
Language ➤ Bangla
Country ➤ Bangladesh
জাহাঙ্গীর নামের এক মধ্যবয়সী লোক, যার সম্পর্কে পাড়ার সবাই বলে—"লোকটা ভীষণ কিপটে!" কখনো কারও সঙ্গে ভালো ব্যবহার করতে দেখা যায় না, কাউকে কিছু দেয়াত তো দূরের কথা। আশেপাশের মানুষজনও তাকে খুব একটা পছন্দ করে না।
একদিন হঠাৎ করে তার এক কাজিন মারা যায়—যার সঙ্গে তার খুব একটা যোগাযোগ ছিল না। সেই কাজিনের রেখে যাওয়া একটা কমিউনিটি সেন্টারের মালিক হয়ে যায় জাহাঙ্গীর। তখন সামনে ঈদ, চারদিকে আনন্দের আমেজ।
এমন সময় পাড়ার এক ছোট ছেলে এসে অনুরোধ করে, "আঙ্কেল, চলেন না, আপনার কাজিনের কবরটা দেখে আসি।"
জাহাঙ্গীর তখন রেগে গিয়ে বলে, "ফালতু কথা বলিস না, এসব আজেবাজে কাজে আমার সময় নেই।"
এরপর থেকেই অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। এক রাতে হঠাৎ করে তার সামনে হাজির হয় তার মৃত কাজিনের আত্মা। আর তার সঙ্গেই আসে আরও দুই পরিচিত মুখ—চঞ্চল চৌধুরী, জয়া আহসান আর অপি করিম। কিন্তু তারা তখন আর মানুষ নয়, ভূতের রূপে এসেছে!
তারা তাকে নিয়ে যায় তার অতীতের কিছু কষ্টের স্মৃতির মাঝে—যেখানে দেখা যায় কেমন করে নিজের ভয়, স্বার্থপরতা আর কিপটেমির কারণে ধীরে ধীরে সে হারিয়েছে তার স্ত্রী আর মেয়েকে। এক সময় একা হয়ে গেছে, কিন্তু সেটা বুঝতেই পারেনি।
এই সব স্মৃতি আর ভূতদের কথাবার্তা শুনে জাহাঙ্গীরের ভেতরটা কেঁপে উঠে। সে উপলব্ধি করে, জীবন শুধু টাকার হিসেব না—মানুষের সাথে সম্পর্ক, ভালোবাসা, আনন্দ ভাগ করে নেওয়াটাই আসল।
ঈদের দিন সে একদম বদলে যায়। নিজের পুরনো ভুলগুলো স্বীকার করে নিয়ে খুঁজে বের করে তার স্ত্রী আর মেয়েকে। একটা ছোট্ট ছাদের উপরে সে আয়োজন করে এক সুন্দর ইফতার আর ঈদের আনন্দভোজ—পাড়া-প্রতিবেশী, পরিবার সবাই মিলে একসাথে।
এই এক মুহূর্তেই যেন বদলে যায় জাহাঙ্গীরের পৃথিবী। সে বুঝে যায়, আসল "উৎসব" শুধু বাইরে না, ভেতরেও হয়—যেখানে থাকে ভালোবাসা, ক্ষমা আর নতুন করে শুরু করার এক চমৎকার গল্প।