IMDb rating ➤ N/A
Directors ➤ Eashvar Karthic
Stars ➤ Partho Sheikh, Prantar Dastider, Sakib Siddique, Sharmeen Akhee Etc.
Genres ➤ Comedy
Language ➤ Bangla
Country ➤ Bangladesh
চারজন বন্ধু মিলে এক রিসোর্টে গেছে ব্যাচেলর পার্টি করতে। জায়গাটা একটু একলা, শহর থেকে দূরে – ঠিক যেমনটা ব্যাচেলর পার্টির জন্য দরকার। গিয়ে মজা করতে করতে এমন অবস্থা, পরদিন সকালে উঠে দেখে কিছুই ঠিকমতো মনে পড়ছে না। কার কী হলো, রাতে কী কী করল—সব ব্ল্যাঙ্ক!
ঘুম ভাঙার পর শুরু হলো চমক—
সবার আগে, যে বিয়ে করতে যাচ্ছে যেই মাহিন, সে-ই গায়েব!
তারপর তারা দেখে, ঘরের এক কোণে একটা বাচ্চা! মানে ছোট্ট একটা বাচ্চা কই থেকে আসল, কার—কে জানে!
আর তাতেই শুরু হলো আসল ঝামেলা।
তারা চারজন এখন নিজেরা নিজেদেরই খুঁজে বেড়াচ্ছে—মানে কীভাবে কি ঘটল, মাহিন কোথায় গেল, এই বাচ্চা কার, কাল রাতে কী কী করল। একটু একটু করে তারা আগের রাতের ঘটনা মনে করার চেষ্টা করে—কেউ একটা রিসোর্টে সিসিটিভি দেখে, লোকজনের সাথে কথা বলে, চেষ্টা কারো কাছে ক্লু পাওয়া যায় কিনা।
এই মাঝখানে ঢুকে পড়ে কিছু দারুণ সব টুইস্ট—
🔫 একদল গ্যাংস্টার, যাদের সঙ্গে নাকি মাহিনের লেনদেন হয়েছিল
🎭 একটা মেয়েকে ভুল করে মাহিনের বউ ভেবেছিল কেউ একজন
👮♂️ পুলিশও ঢুকে পড়ে ঝামেলায়, কেউ পালিয়ে বেড়াচ্ছে
😱 আবার কেউ একজন নাকি জুয়াতে পুরো গাড়ি বাজি রেখেছিল!
আরও একটার পর একটা কান্ড! কেউ নাকি একটা বাঘের সাথে ছবি তুলেছিল, কেউ নাকি অজ্ঞান অবস্থায় কোথায় কী লিখে রেখেছিল—মানে পুরো একটা রহস্যময় মিশনের মতো হয়ে যায় ব্যাপারটা।
শেষমেশ, নানা ঘোরাঘুরি, হাসি-কান্না, মারামারি, গ্যাংস্টারদের ধাওয়া—সব কিছুর পর তারা মাহিনকে খুঁজে পায় এক আজব জায়গায়। মাহিন তো অজ্ঞান ছিল, কিছুই জানে না!
সবকিছু মিলে এক বিশাল কাহিনি হয়ে যায় ওদের জন্য—আর ওই বাচ্চা? শেষের দিকে গিয়ে বের হয়, ওটা গ্যাংস্টারদের এক লোকের—but সেটা পরে জানবেন, এখন আর স্পয়লার দিলাম না!