IMDb rating ➤ 6.4/10
Directors ➤ Mukesh Kumar Singh
Stars ➤ Azmeri Haque Badhon, Misha, Sushama Sarker, Faruque Ahmed Etc.
Genres ➤ Mystery, Thriller
Language ➤ Bangla
Country ➤ Bangladesh
একটা মেয়ে ছিল এশা। ঢাকায় নার্সিং পড়তো। একা একটা সাবলেটে থাকত, কাজের ফাঁকে পড়াশোনা, স্বপ্ন ছিল মানুষকে সুচিকিৎসা দিবে, নিজের পায়ে দাঁড়াবে।
একদিন রাতে হঠাৎ করেই তার ফ্ল্যাট থেকে তার কাটা মাথা পাওয়া যায়। পুরা এলাকা থমথমে হয়ে যায়। পুলিশ আসে, মিডিয়া আসে, কিন্তু কেউ বুঝে না, এত বড় কাণ্ড কে করল!
এই কেসটা আসে লিনা নামে এক অফিসারের হাতে। নতুন এসেছে জায়গায়, নিজের জীবনেও অনেক জ্বালা আছে তার—ছোটবেলায় অনেক কষ্ট পেয়েছে, এখনো সেই স্মৃতি ঘুমাতে দেয় না। কিন্তু এশার জন্য সে ভাবে, "এই মেয়েটার ন্যায়ের জন্য লড়তেই হবে।"
তদন্ত শুরু করে লিনা। ফ্ল্যাটের আশেপাশের লোক, এশার প্রেমিক, বাড়িওয়ালা, এমনকি বন্ধুদেরও জিজ্ঞাসাবাদ করে। কিন্তু কেউই ক্লিয়ার কিছু বলছে না। বরং ধোঁয়াশা তৈরি হচ্ছে, মনে হচ্ছে সবাই কিছু লুকাচ্ছে।
এর মধ্যে আরও এক জন মারা যায়, যার সঙ্গে এশার সম্পর্ক ছিল। পুলিশ তখন তাড়াহুড়া করে এশার প্রেমিককে ধরেও ফেলে। মিডিয়াও বলে, "খুনির শাস্তি নিশ্চিত!"
কিন্তু লিনার মন মানে না। সে ভাবে, “বিষয়টা এত সহজ না। এশা তো শুধু একটা প্রেমের কারণে মরেনি।”
তদন্তে বের হয়—এশা নিজেও অনেক কিছু সহ্য করেছিল। কেউ তার গায়ে হাত দিয়েছিল, কেউ ভয় দেখিয়েছিল, কেউ সুযোগ নিতে চেয়েছিল। সেসব কাউকে বলে উঠতে পারেনি মেয়েটা। একসময় ওর সব আশা ভেঙে যায়। আর সেই ভাঙাচোরা সময়েই ঘটে ভয়ানক কাণ্ডটা।
শেষে লিনা বুঝতে পারে, এশার মৃত্যু কোনো এক জনের কাজ না—এই খুনটা আমাদের সমাজ, পুরুষতন্ত্র, সুযোগসন্ধানী মানুষের মিলে করা।
আর তাই, শুধু খুনি ধরলেই শেষ না—এই খুনের বিচার মানে হচ্ছে, ভবিষ্যতের অন্য এশাগুলোর জন্য একটা সিগন্যাল।