War (2019) Hindi Movie || Prime Video Original Movie

IMDb rating ➤ 6.6/10
Directors ➤ Siddharth Anand
Stars ➤ Hrithik Roshan, Tiger Shroff, Vaani Kapoor, Anupriya Goenka Etc.
Genres ➤ Action, Adventure, Thriller
Language ➤ Hindi
Country ➤ India
Platform ➤ Prime Video
হিন্দুস্তান ইন্টেলিজেন্সের এক নম্বর এজেন্ট কবির (হৃতিক রোশন) হঠাৎ করেই নিজের দল আর দেশের বিরুদ্ধে চলে যায় — মানে, সে নিজেরই অফিসারদের মারতে শুরু করে! পুরো ইন্টেলিজেন্স বিভাগ তখন অবাক হয়ে যায়, কেউ বুঝতে পারে না কেন এমন করতেছে কবির!

তখন এই মিশনটা দেওয়া হয় খালিদ (টাইগার শ্রফ) নামের এক তরুণ সেনা অফিসারকে, যে কবিরেরই ট্রেনিংয়ে ছিল, আর যাকে কবির অনেক পছন্দ করতো। খালিদ ঠিক করে, কবিরকে খুঁজে বের করে, কেন সে এমন করছে সেটা জানতে চাইবে, আর প্রয়োজনে কবিরকে থামাবে।

কিন্তু কাহিনি আস্তে আস্তে এমন এক জায়গায় যায়, যেখানে দেখা যায় সব কিছু আসলে ভিন্ন রকম — কবির আসলে কোনো বিশ্বাসঘাতক না, সে অনেক বড় একটা ষড়যন্ত্র ফাঁস করার চেষ্টা করতেছিল, যেখানে দেশের শত্রু নিজের দেশের ভেতরেই লুকিয়ে আছে!

শেষ পর্যন্ত কী হয়? কবির কি সত্যিই দেশদ্রোহী ছিল? খালিদ কি নিজের গুরু কবিরকে মেরে ফেলতে পারবে? আর হ্যাঁ, শেষে একটা টুইস্ট আছে যেটা দেখে “ওমাগো!” বলে ওঠার মতো অবস্থা হয়😁! তাই দেরি না করে মুভটি দ্রুত দেখে নিন নইলে পরে পস্তাবেন🥴।

⚠️ দুঃখিত! আপনি AdBlock ব্যবহার করছেন। অনুগ্রহ করে এটি বন্ধ করুন এবং পৃষ্ঠাটি পুনরায় লোড করুন।