Neera (2023) Bangla Drama || নীরা (২০২৩) বাংলা ড্রামা || Bongo Original Drama

IMDb rating ➤ 8.0/10
Directors ➤ Saydur Emon
Stars ➤ Sabila Nur, Abu Hurayra Tanvir, Pushpo Papri, Mili Bashar Etc.
Genres ➤ Crime, Tragedy, Drama
Language ➤ Bangla
Country ➤ Bangladesh
Platform ➤ Bongo
নীরা সব সময় নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকত। প্রতিদিনের মতোই সেদিনও অফিস শেষ করে বাসায় ফিরছিল সে। কিন্তু হঠাৎই রাস্তায় এক ভয়ংকর ঘটনা ঘটে যায় তার সঙ্গে। এমন কিছু, যা সে কল্পনাও করতে পারেনি।

সেই ঘটনার পর থেকে তার ভেতরের সবকিছু যেন ভেঙে পড়ে যায়। মনটা অদ্ভুত এক অন্ধকারে ডুবে যায়। সে আর আগের মতো থাকে না—হাসিখুশি, প্রাণবন্ত নীরা যেন হারিয়ে যায় কোথায়। একধরনের বিষণ্ণতা, একটা চাপা ভয় আর অস্থিরতা তাকে সারাক্ষণ কুড়ে কুড়ে খেতে থাকে।

সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো, ঘটনার পর সে ছেলেটার মুখ ঠিকমতো মনে করতে পারে না। মনে করতে পারে না কে, কেন এই ঘটনাটা ঘটাল। কিন্তু একটা ব্যাপারে নীরা খুব দৃঢ়—সে এই অন্যায় মেনে নেবে না। যেভাবেই হোক, যতো সময়ই লাগুক না কেন, সে ছেলেটাকে খুঁজে বের করবেই। বিচার না হওয়া পর্যন্ত সে থামবে না।

তার জীবনে এখন একটাই লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে সে—নিজের ওপর হওয়া অন্যায়ের বিচার আদায় করা। নীরার সাথে আসলে কি অন্যায় করেছিল? জানতে হলে দেখে ফেলুন চমৎকার এই নাটকটি।

⚠️ দুঃখিত! আপনি AdBlock ব্যবহার করছেন। অনুগ্রহ করে এটি বন্ধ করুন এবং পৃষ্ঠাটি পুনরায় লোড করুন।