IMDb rating ➤ 7.1/10
Directors ➤ Ashikur Rahman
Stars ➤ Ziaul Hoque Polash, Tariq Anam Khan, Irfan Sajjad, Chamak Etc.
Genres ➤ Drama
Language ➤ Bangla
Country ➤ Bangladesh
বাজলু রহমান একজন সাদামাটা মধ্যবিত্ত মানুষ, অফিসে চাকরি করেন। হঠাৎ একদিন তিনি প্রমোশন পেয়ে জেনারেল ম্যানেজার হয়ে যান। সেই প্রমোশনের অংশ হিসেবে তাকে অফিস থেকে একটা সাদা প্রাইভেট কার দেয়া হবে – এই খবর পেয়ে তার পরিবার একেবারে খুশিতে ডগমগ।
গাড়িটা এখনো হাতে আসেনি, কিন্তু খুশিতে গদগদ হয়ে বাজলু সাহেব আগেভাগেই একজন ড্রাইভার ভাড়া করে ফেলেন। সবাই মিলে প্রতিদিন অপেক্ষা করে—কখন আসবে সেই সাদা গাড়ি।
কিন্তু গাড়ি আসতে দেরি হতে থাকে। আর এই দেরি নিয়ে বাড়ির লোকজনের মধ্যে শুরু হয় নানান কথা, কৌতূহল, টেনশন আর একটু একটু করে হতাশাও।
কিন্তু গাড়ি আসতে দেরি হতে থাকে। আর এই দেরি নিয়ে বাড়ির লোকজনের মধ্যে শুরু হয় নানান কথা, কৌতূহল, টেনশন আর একটু একটু করে হতাশাও।
বাজলু সাহেব কি আসলেই গাড়িটি পাবেন অফিস থেকে শেষ পর্যন্ত? নাকি লিখা হবে আরও একটি বিরহের গল্প? জানতে হলে দেখে ফেলুন চমৎকার এই নাটকটি।