IMDb rating ➤ 7.3/10
Directors ➤ Suman Ghosh
Stars ➤ Mithun Chakraborty, Anumegha Kahali, Abir Chatterjee, Sohini Sarkar Etc.
Genres ➤ Drama
Language ➤ Bangla
Country ➤ India
গল্পটা এক আফগান ব্যবসায়ী রহমত আর একটা ছোট বাচ্চা মেয়ে মিনি-কে ঘিরে।
রহমত কাবুল থেকে কলকাতায় আসে শুকনো ফল বিক্রি করতে। দেখতে রাগী রাগী হলেও আসলে মানুষটা খুবই সোজাসাপ্টা, আবেগী আর মনের দিক থেকে অনেক বড়। কলকাতায় এসে তার পরিচয় হয় মিনি নামের এক ছোট্ট, মেয়ের সঙ্গে। মিনি ওর মধ্যে নিজের বাবার ছায়া খুঁজে পায়, আর রহমত মিনিকে দেখে নিজের কন্যার কথা মনে করে—যে অনেক দূরে কাবুলে।
এইভাবে ওদের মাঝে একটা অদ্ভুত কিন্তু অনেক সুন্দর বন্ধুত্ব তৈরি হয়। কিন্তু একটা সময় এক ঝামেলায় পড়ে রহমত। এক লোকের সঙ্গে ঝগড়া হয়ে যায়, পরে সেই লোককে মেরে ফেলে ফেলে দেয়, আর তাই পুলিশের হাতে ধরা পড়ে যায়। তাকে জেলে পাঠানো হয়।
অনেক বছর পর যখন রহমত জেল থেকে বের হয়, তখন মিনি অনেক বড় হয়ে গেছে—সে এখন আর সেই ছোট্ট মিনি নেই, যার সঙ্গে রহমত প্রতিদিন দেখা করতো, গল্প করতো। রহমত বুঝে যায়, সময় অনেক কিছু বদলে দেয়। কিন্তু তার ভালোবাসা—একটা ছোট্ট শিশুর প্রতি পিতার মতো নিঃস্বার্থ মায়া—সেটা একটুও বদলায়নি। মুভিটি অত্যন্ত চমৎকার আপনি দেখে নিতে পারেন।