➤ পরিচালক - সিদ্দিক আহমেদ
➤ এপিসোড - ৬ টি
➤ জনরা - ক্রাইম, থ্রিলার
➤ IMDb rating - N/A
➤ অভিনয়ে - জাকিয়া বারি মিমি., জীবন, ফজলুর রহমান বাবুসহ আরও অনেকে
➤ প্লাটফর্ম - বিঙ্গ
➤ ভাষা - বাংলা
➤ দেশ - বাংলাদেশ
মন্ত্রীর কল-কাঠিতে এশিয়ান সাফ গান শুটার গেমস থেকে ছিটকে পড়ে। ইতি টানা শুটারের জীবন মোড় নেয় আন্ডারওয়াল্ড এর দিকে। মারো নয়তো মরো। কিভাবে সে সার্প শুটার হলো তার গল্প বলা হয়েছে।
সাথে আছে পুরান ঢাকার রাজনীতি ও গ্যাং ওয়ার। গল্প বলার ধরন ছিল সুন্দর গল্প। আপনাকে সিরিজের সাথে আটকে রাখবে, টুইস্ট ও টার্ন রয়েছে অনেক, সবার অভিনয় সুন্দর ছিল, ক্যামেরার কাজ ও ইডিটিং এর প্রশংসা করতেই হয়। অসাধারণ সিরিজটি দেখে নিন।