IMDb rating ➤ 5.1/10
Directors ➤ Parasuram
Stars ➤ Mrunal Thakur, Vijay Deverakonda, Jayaram, Vennela Kishore Ect.
Genres ➤ Action, Drama
Language ➤ Hindi
Country ➤ India
Platform ➤ Amazon Prime
ঘটনাটি শুরু হয় একটি ফ্যামিলি কে নিয়ে যেখানে জয়েন্ট ফ্যামিলিতে সবাই থাকে এবং পুরো পরিবারের দায়িত্ব নেয় ছোটো ছেলে গোবরধন। সে এক শিক্ষিত, ভদ্র-সভ্য, পরিমার্জিত একজন ছেলে।
সে প্রাইভেট সেক্টরে কাজ করে এবং একা হাতে পরিবার সামলায়। তাদের বড়িতে ভাড়া আসে একজন মেয়ে " ইন্দু " সে কলেজে পড়াশোনা করে। আস্তে আস্তে ইন্দু তাদের পরিবারের সাথে মিশে যায়।
এরকম একজন দায়িত্ববান ছেলে যে একা হাতে চারিদিক সামলায় তার উপর কোনো খারাপ গুণ নেই এসব দেখে তার প্রেমে পড়ে ইন্দু। আস্তে আস্তে গোবরধনও ইন্দুর প্রেমে পড়ে। তবে তাদের এই সম্পর্ক শুরু হতে হতেই শেষ হয়ে যায়।
তাহলে পিছনে কারণ কী? তারা দুজনে কি আবার ফিরতে পারবে? এবং দারুন একটা ট্যুইস্ট আছে তা জানার জন্য "The Family Star 2024" আপনাকে দেখতে হবে।