MDb rating ➤ 8.6/10
Directors ➤ Chidambaram
Stars ➤ Soubin Shahir, Sreenath Bhasi, Balu Varghese, Ganapathi Ect.
Genres ➤ Adventure, Thriller
Language ➤ Hindi, Malayam, Telegu, Tamil, Kannada
Country ➤ India
Platform ➤ Disney+Hotstar
একটি আর্ট ক্লাব থেকে কয়েকজন বন্ধু ভ্রমণে চলে যায় (জায়গার নাম টা বুঝিনি) তারা সেখানে গুনা গুহায় পৌঁছানোর পরে একজন পর্যটক গাইড তাদের সতর্ক করে একটি নির্দিষ্ট জায়গায় না যাওয়ার জন্য। কিন্তু, তারা সেদিকে যায় এবং ওই নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর পর,তারা তাদের গ্রুপের নাম "মঞ্জুম্মেল বয়েজ" গুহার মধ্যে পাথরের উপর লিখে রাখার সিদ্ধান্ত নেয়।
হঠাৎ, এক বন্ধু তাদের দিকে এগিয়ে আসার সময় মাটির একটা গর্তে পড়ে যায়। সবাই ভাবে সে মজা করছে, কিন্তু তাকে অনেকবার ডাকার পরেও সে সাড়া না দেওয়ায় সবাই ভয় পেতে শুরু করে।
তারা স্থানীয়দের বিষয়টি জানায়, স্থানীয়রা তাদের জানায়-এখন পর্যন্ত ১৩ জন লোক সেই গর্তে পড়ে গেছে এবং কেউই জীবিত উদ্ধার হয়নি।
এতটুকু পর্যন্তই বললাম,আর বেশি বললে সিনেমা দেখার আগ্রহ হারিয়ে ফেলবেন। পুরোদস্তুর সিনেমাটি ইনজয় করার মত ১ সেকেন্ডের জন্য ও বোরিং লাগবে না।
মুভি লাভারদের জন্য মাস্ট ওয়াচ ফিল্ম ❤️। এই সিনেমা ২-৩ বার না দেখলে মন ভরবে না। অসাধারণ এই মুভিটি দেখে নিন এবং মুভিটি দেখার পর আমাদের গ্রুপে আপনার মতামত জানিয়ে পোস্ট করুন।