IMDb rating ➤ N/A
Directors ➤ Dhrubo Banerjee
Stars ➤ Dev, Anirban Bhattacharya, Sohini Sarkar, Idhika Paul Etc.
Genres ➤ Action, Love, Drama
Language ➤ Bangla
Country ➤ India
বাংলার মাটিতে যখন রাত নামত, চারপাশে অন্ধকার ছড়িয়ে যেত, তখন মানুষের মুখে একটাই নাম উচ্চারিত হতো—রঘু ডাকাত। কারও কাছে তিনি আতঙ্ক, আবার কারও কাছে রক্ষক।
রঘুর জন্ম হয়েছিল সাধারণ কৃষক পরিবারে। ছোটবেলায় নিজের বাবাকে অত্যাচারের শিকার হতে দেখেছিলেন। সেই দৃশ্য তার ভেতর জমিয়ে দিয়েছিল প্রতিশোধের আগুন। সময়ের সাথে সেই আগুন রঘুকে বানাল এমন এক মানুষ, যাকে শাসকেরা ভয় পেত আর গরিবরা আপন জন ভাবত।
রঘুর ডাকাতি ছিল অদ্ভুত নিয়মে বাঁধা। তিনি ধনীদের প্রাসাদে ঢুকতেন, সাহেবদের গুদাম ভাঙতেন, জমিদারের ধন লুটে নিতেন—কিন্তু গরিব কৃষকের ঘরে হাত দিতেন না। বরং লুটের ধন ভাগ করে দিতেন দরিদ্র মানুষের হাতে। তাই গ্রামে গ্রামে লোকেরা বলত, “রঘু ডাকাত ডাকাত নয়, আমাদের ত্রাতা।”
রঘুর সাহস ছিল অবিশ্বাস্য। পুলিশের দারোগাদের তিনি সরাসরি চিঠি লিখে জানাতেন—“আমি আসছি।” এই রকম বার্তা পাওয়ার পর দারোগাদের ঘুম উধাও হয়ে যেত। লোককথায় আরও আছে, তিনি মা কালীর একান্ত ভক্ত ছিলেন। পূজোয় মায়ের কাছে শক্তি চাইতেন আর সেই শক্তিতে পুলিশের চোখে ধুলো দিয়ে বারবার পালিয়ে যেতেন।
রঘুর গল্পে আছে ভয়, আছে রহস্য, আছে বিদ্রোহ। কিন্তু সবকিছুর ওপরে আছে মানবতা। কারণ শেষ পর্যন্ত তিনি দাঁড়িয়েছিলেন গরিব-অসহায় মানুষের পাশে। তাই সময় যতই কেটে যাক, রঘু ডাকাত থেকে যান বাংলার মাটির এক কিংবদন্তি, এক অদম্য প্রতীক—যে শিখিয়েছে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোই আসল শক্তি।