Kill (2024) Hindi Movie || Disney+ Hotstar Original Movie

IMDb rating ➤ 7.8/10
Directors ➤ Nikhil Nagesh Bhat
Stars ➤ Lakshya, Tanya Maniktala, Raghav Juyal, Abhishek Chauhan Ect.
Genres ➤ Action, Crime, Drama, Thriller
Language ➤ Hindi
Country ➤ India
Platform ➤ Disney+ Hotstar
বলিউডের ইতিহাসে এমন ভায়োলেন্ট মুভি আর কখনো আসেনি। ভাই অ্যাকশন সিনগুলো জাস্ট 🔥। পুরোটা মুভি জুড়ে শুধু অ্যাকশন। মুভিটার রানটাইম কম হওয়ায় বোরিং লাগার কোনো চান্স নেই। পুরোটা মুভি শেষ না করে উঠতে পারবেন না।

মুভিতে অল্প কিছু চরিত্রকে আগে থেকে চিনতাম। যার মধ্যে রাঘব জুয়াল, আশিষ ভিদ্যার্থী অন্যতম। নায়ক এবং নায়িকা দুজনেই আমার কাছে নতুন। কিন্তু নায়কের অভিনয় জাস্ট টপ নচ। এছাড়া সাপোর্টিং চরিত্রগুলোও দারুন ছিলো।

মুভির মিউজিক তো টপ লেভেলের যেটা মুভি দেখার সময় গুজবাম্প ফিল দিচ্ছিলো। সিনেমাটোগ্রাফিও অসাধারণ। হলিউডের একটি প্রোডাকশন হাউজ এই মুভির রাইটস কিনে নিয়েছে রিমেক করার জন্য। দেখে নিতে পারেন যারা অ্যাকশন পছন্দ করেন।

⚠️ দুঃখিত! আপনি AdBlock ব্যবহার করছেন। অনুগ্রহ করে এটি বন্ধ করুন এবং পৃষ্ঠাটি পুনরায় লোড করুন।