Aadujeevitham : The Goat Life (2024) Hindi Movie || Netflix Originals movie

IMDb rating ➤ 8.9/10
Directors ➤ Blessy
Stars ➤Prithviraj Sukumaran, Amala Paul, Jimmy Jean-Louis, K.r. Gokul Ect.
Genres ➤ Adventure, Drama
Language ➤ Hindi Dubbed
Country ➤ India
Platform ➤ Netflix
নাজিব কেরালাতে তার মা ও স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতেই বসবাস করছিল।স্ত্রী গর্ভবতী থাকা অবস্থায় সে রোজগারের উদ্দেশ্য সৌদি আরব যায় এক ছোট ভাইকে সাথে নিয়ে। এয়ারপোর্টে তাদের রিসিভ করতে যাদের আসার কথা ছিল তাদের কেউ আসেনি। এইদিকে আরবী ইংলিশ কোনো ভাষাই না জানায় বিপদে পড়তে হয় নাজিব আর তার ছোট ভাই হাকিমের।

এরপর হঠাৎ একজন বৃদ্ধ লোক তাদের ২ জনকে গাড়িতে উঠিয়ে নিয়ে যায় মরুভুমির মাঝখানে। যেখানে চারপাশে কোনো মানুষ নেই শুধু আছে ছাগল ভেড়া,উট আর কিছু মানুষরুপী শয়তান।
যেই বৃদ্ধ লোক টা তাদের সেখানে নিয়ে যায় সে নাজিব হাকিমকে আলাদা জায়গায় কাজ করার জন্য জোর করে। কিন্তু নাজিব হাকিম এক জায়গায় কাজ করতে চাইলেও সেটা তারা মানতে নারাজ।
অত:পর নাজিবকে অন্য একটি জায়গায় নিয়ে যাওয়া হয়। এরপর শুরু হতে থাকে নাজিবের উপর শারীরিক ও মানসিক নির্মম অত্যাচার।

নাজিব কিছু বলেও বুঝাতেও পারে না কারণ সে আরবী বা ইংলিশ ভাষা জানে না। এদিকে নাজিবের সাথে তার ভাইয়ের যোগাযোগও বিছিন্ন হয়ে যায়!

নাজিবের সাথে কি তার ভাই হাকিমের আবারো দেখা হবে?
নাজিব কি পারবে হাকিমকে সাথে নিয়ে ধূসর মরুভূমির জীবন্ত মৃত্যু কে উপেক্ষা করে ইন্ডিয়ায় মা ও গর্ভবতী স্ত্রী কাছে ফিরে আসতে?

ধুসর মরুভূমি থেকে শহরে ফেরত আসার রাস্তা তো জানা নেই নাজিবের! তাহলে  নাজিব কিভাবে ফিরে আসবে জীবন্ত অগ্নিকুণ্ড থেকে?

এত সব প্রশ্নের উত্তর জানতে হলে দেখতে হবে অসাধারণ এই সিনেমাটি।

⚠️ দুঃখিত! আপনি AdBlock ব্যবহার করছেন। অনুগ্রহ করে এটি বন্ধ করুন এবং পৃষ্ঠাটি পুনরায় লোড করুন।