কাটায় কাটায় (২০২৪) বাংলা ওয়েব সিরিজ সিজন ০১ || Kaantaye Kaantaye (2024) Bangla Web Series S01 || Zee5 Original Series

IMDb rating ➤ 8.0/10
Directors ➤ Joydeep Mukherjee
Stars ➤ Saswata Chatterjee, Soham Chakraborty, Payel Sarkar, Ananya Chatterjee Ect.
Genres ➤ Drama, Thriller
Language ➤ Bangla
Country ➤ India
Platform ➤ Zee5
বেশ কিছুদিন পর ইন্ডিয়ান বাংলা ভালো একটা সিরিজ দেখলাম। পুরো সিরিজ জুড়ে ছিল টানটান উত্তেজনা।  কোর্টে একটি খুনের কেস দিয়ে গল্প শুরু হয়। আসামি আইডেন্টিফাই করা হয় এবং তার যাবজ্জীবন সাজা হয়।

কিন্তু সে পরবর্তীতে জেলে সুইসাইড করে, এবং এরপর থেকে শুরু হয় কেসের সাথে জড়িত থাকা মানুষদের একের পর এক খুন। কে এই খুন করছে? কেন করছে? জানতে হলে দেখতে হবে পুরো সিরিজটি। সবার অভিনয় ভালই ছিল।

পুরো সিরিজে কোন আলগা প্যাচাল নেই পুরোটাই কাহিনী নির্ভর। সুতরাং বোরিং লাগার কোন কথা না অন্তত আমার লাগেনি। যারা থ্রিলার পছন্দ করেন তারা দেখে ফেলতে পারেন আশা করি ভালই লাগবে সময়টা ভালই কাটবে।
ডাউনলোড করুন
⚠️ দুঃখিত! আপনি AdBlock ব্যবহার করছেন। অনুগ্রহ করে এটি বন্ধ করুন এবং পৃষ্ঠাটি পুনরায় লোড করুন।