MDb rating ➤ 8.2/10
Directors ➤ Takashi Yamazaki
Stars ➤ Minami Hamabe, Ryunosuke Kamiki, Rikako Miura, Munetaka Aoki Ect.
Genres ➤ Action, Adventure, Drama, Horror, Sci-Fi
Language ➤ Japanese
Country ➤ Japan
Platform ➤ Blu-ray (কোন ওটিটিতে মুক্তি হয়নি এখনও)
তাদের মধ্যে শিকিশিমা নামের পাইলটকে তাদের লিডার গডজিলাকে মারার জন্য প্লেনর ২০ মিলিমিটার. গান থেকে গুলি করতে বলে। কিন্তু শিকিশিমা এমন একটা প্রাণীকে দেখে এতটাই ভয় পায় যে তার হাত কাপতে থাকে।
মুভির শুরুতে কয়েকজন পাইলট ও ক্রুদের বিশ্বযুদ্ধের পরে একটি দ্বীপে অবস্থান করতে দেখা যায়। তাদের অবস্থানকালে সেখানে গডজিলা তান্ডব শুরু করে।
তাদের মধ্যে শিকিশিমা নামের পাইলটকে তাদের লিডার গডজিলাকে মারার জন্য প্লেনর ২০ মিলিমিটার. গান থেকে গুলি করতে বলে। কিন্তু শিকিশিমা এমন একটা প্রাণীকে দেখে এতটাই ভয় পায় যে তার হাত কাপতে থাকে।
যার ফলে গুলি না চালানোয় তার দলের লিডার ও সে ছাড়া বাকি সবার মৃত্যু হয়। এরপর শিকিশিমা এবং দেশের অন্যান্য বাহীনিরা গডজিলাকে হত্যা করতে কি কি পদক্ষেপ নেয় সেগুলো মুভি দেখলে জানতে পারবেন।
এই মুভিতে প্রথমেই যেটা সবচেয়ে নজর কাড়ে সেটা হলো এর সিনেমাটোগ্রাফি সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক, সবার অভিনয়। মুভিতে Ryunosuke Kamiki এবং Minami Hamabe এর অভিনয় সবচেয়ে বেশি সুন্দর ছিলো সাথে ছিলো Sae Nagatani নামের ছোট বাচ্চাটি।
আমরা এতদিন হলিউডের যেসব গডজিলা মুভি দেখেছি এটা সেগুলোর থেকে সম্পূর্ণ আলাদা। তাই অনেক উপভোগ্য মুভি বলবো এটাকে আমি।