IMDb rating ➤ 7.2/10
Directors ➤ Dae Yoon Jung
Stars ➤ Hwang Jeong, Park Seo-joon, Ko Jun-hee, Shin Hye-sun, Jung Heon Etc.
Genres ➤ Comedy, Romance
Language ➤ Bangla Dubbed
Country ➤ Korea
ভাব তো, ছোটবেলায় তুমি ছিলে খুব সুন্দরী আর ঝলমলে, সবাই তোমাকে দেখে মুগ্ধ হতো। তোমার সবচেয়ে কাছের বন্ধুটা ছিল মোটা, লাজুক আর নিজের উপর একটুও ভরসা নেই। কিন্তু বছর ঘুরে গেলে ছবিটা পুরোই উল্টে যায়। তুমি হয়ে গেলে একেবারে সাধারণ, চুল এলোমেলো, সাজগোজে গড়বড় — আর তোমার সেই বন্ধু হয়ে গেল একদম সুদর্শন, স্মার্ট আর সফল মানুষ।
এই জায়গাটাতেই শুরু হয় She Was Pretty-এর গল্প।
হে-জিন ছোটবেলায় ছিল দারুণ সুন্দরী, আর তার বন্ধু সিউং-জুন ছিল একেবারে সাদামাটা। কিন্তু সময়ের সঙ্গে সবকিছু বদলায়। বড় হয়ে হে-জিন নিজের সৌন্দর্য হারায়, অথচ সিউং-জুন বিদেশ থেকে ফিরে এসে হয়ে যায় একেবারে "পারফেক্ট হ্যান্ডসাম জেন্টলম্যান"।
ফিরে এসে সিউং-জুন তার প্রথম প্রেম হে-জিনকে খুঁজে বের করে। কিন্তু হে-জিন নিজের চেহারার জন্য লজ্জা পায়, তাই বান্ধবী হা-রিকে বলে তার হয়ে দেখা করতে। সিউং-জুন ভাবে হা-রিই আসল হে-জিন।
অন্যদিকে, ভাগ্যের মজাটা দেখো— হে-জিন একই অফিসে জব শুরু করে যেখানে সিউং-জুন বস। সেখানে সিউং-জুন তাকে চিনতে পারে না, বরং ওকে একেবারে অপছন্দ করে, কারণ সে দেখতে অগোছালো, আর কাজেও ভুল করে।
কিন্তু অফিসেই হাজির হয় আরেকজন চরিত্র, কিম শিন-হিউক। সে পুরো উল্টো— হে-জিনকে কখনও ছোট করে না, সবসময় সাপোর্ট করে, হাসায়, ভালোবাসার মতো যত্ন নেয়। ধীরে ধীরে সে হে-জিনের প্রেমেও পড়ে যায়।
এদিকে সিউং-জুন আস্তে আস্তে টের পায় আসল হে-জিনকে। তার আচরণ, স্মৃতি আর সত্যিকারের ব্যক্তিত্বের ভেতরে পুরোনো দিনের সেই বন্ধুকে চিনে ফেলে। শেষমেশ হা-রি সত্যি বলে দেয়, আর সব ভুল বোঝাবুঝি কেটে যায়। সিউং-জুন আর হে-জিন আবার এক হয়ে যায়।
শিন-হিউক হে-জিনকে খুব ভালোবাসলেও চুপচাপ সরে দাঁড়ায়। তার চরিত্রটা দর্শকদের মনে আলাদা জায়গা করে নেয়, কারণ তার ভালোবাসা ছিল একেবারেই নিঃস্বার্থ।
শেষকথা
ড্রামাটা হাসি-কান্না, মিষ্টি মুহূর্ত আর আবেগে ভরা। আর এর আসল বার্তাটা হলো—
সৌন্দর্য আসলে বাইরের রঙে নয়, সত্যিকারের সৌন্দর্য লুকিয়ে থাকে মনের ভেতরে আর খাঁটি ভালোবাসায়।