IMDb rating ➤ 5.8/10
Directors ➤ Çagatay Tosun
Stars ➤ Burak Özçivit, Kerem Bürsin, Süleyman, Onur Ayçelik Ect.
Genres ➤ Action & War
Language ➤ Bangla Dubbed
Country ➤ Turkish
ভাবতে পারো, টানা সাত বছর ধরে একটা পুরো অঞ্চল শুধু আগুন আর আতঙ্কে মোড়া! দিনরাত বোমা, গুলি, মানুষের আর্তনাদ—জীবনটা যেন মৃত্যু আর বেঁচে থাকার মাঝখানে ঝুলে আছে। এমন ভয়ংকর জায়গায় তুর্কি সেনাবাহিনী ঢোকে একদম একা, পাশে কোনো মিত্র দেশ নেই। শুধু নিজের শক্তি, বিশ্বাস আর দেশের প্রতি ভালোবাসা।
এই নরকসদৃশ এলাকায় দায়িত্বে থাকে ক্যাপ্টেন আলপারসলানের স্পেশাল ফোর্স টিম। লোকটা দারুণ ঠান্ডা মাথার—কিন্তু কাজের বেলায় সে-ই সামনে, সে-ই আগুনের মতো। আর আকাশপথে তাদের রক্ষাকবচ ক্যাপ্টেন অনুর—যার দৃঢ় হাতে হেলিকপ্টার যেন যুদ্ধের মাঝেও নিরাপত্তার ছাতা হয়ে ওঠে।
কিন্তু শত্রুরা যে ঠিক কবে কি করে কারো জানা নেই। তারা আগে থেকেই অতি সূক্ষ্ম একটা বড় ফাঁদ পেতে রেখেছে—তুর্কি সেনাদের সম্পূর্ণ ধ্বংস করার জন্য। এই ফাঁদ যদি ঠিকমতো সক্রিয় হয়, এক মুহূর্তেই সব শেষ। তাই আলপারসলানরা জানে… শুধু দক্ষতা নয়, বেঁচে থাকার লড়াইটাই তাদের কাছে সবচেয়ে বড় অগ্নিপরীক্ষা।
যুদ্ধ মানে শুধু শত্রু মারামারি নয়—তার সাথে আসে অসংখ্য দোটানা। কখন গুলি চালাবে, কাকে বাঁচাবে, কোথায় এগোবে—একেকটা সিদ্ধান্ত জীবন-মৃত্যুর মতো গুরুত্বপূর্ণ। চারদিক থেকে নিরীহ মানুষের কান্না ভেসে আসছে, আর মাঝখানে দাঁড়িয়ে আছে আলপারসলানদের বিবেক। এইসব ভয়ানক দৃশ্যের মাঝেও মানুষ হিসেবে ঠিক থাকা… এটাও তো একটা যুদ্ধ।
সবশেষে প্রশ্নটা একটাই—
এই ফাঁদ ভেঙে কি তারা এগোতে পারবে?
শুধু শরীর নয়, মনটাও কি অক্ষত থাকবে?
অবশেষে কি তারা প্রমাণ করতে পারবে যে যুদ্ধের মাঝেও মানবতা বেঁচে থাকে?

