IMDb rating ➤ N.A/10
Directors ➤ Rishab Shetty
Stars ➤ Rishab Shetty, Jayaram, Rukmini Vasanth, Gulshan Devaiah Etc.
Genres ➤ Action, Thriller
Language ➤ Hindi
Country ➤ India
মানুষের ইতিহাসে এমন কিছু অধ্যায় আছে, যা শুধু বইয়ে লেখা নয়—প্রকৃতির বুকেই লুকিয়ে থাকে। কান্তারা: এ লেজেন্ড – চ্যাপ্টার ১ ঠিক তেমন এক অজানা অধ্যায় খুলে দেয়। সময় তখন খ্রিষ্টপূর্ব ৩০০ সাল, দক্ষিণ ভারতের ঘন অরণ্যে কডম্ব রাজবংশের শাসন চলছে।
সেই অরণ্য শুধু গাছপালা আর পশুপাখির নয়, বরং দেবশক্তির নিবাস। মানুষ বিশ্বাস করত, জঙ্গলের প্রতিটি শ্বাসে, প্রতিটি ছায়ায় দেবতার উপস্থিতি আছে। এখান থেকেই জন্ম নেয় ‘দাইভা’—এক প্রথা যেখানে মানুষ আর দেবতা মিশে যায় এক অদৃশ্য সেতুবন্ধনে।
রিষভ শেট্টি এখানে জীবন্ত করে তুলেছেন এক ভিন্ন চরিত্র—এক সাধু, আবার যোদ্ধা। তিনি যেমন ধ্যানের গভীর নীরবতায় দেবতার সঙ্গে যুক্ত, তেমনি অন্যায়ের সামনে দাঁড়িয়ে বজ্রের মতো ভয়ংকর। তাঁর অস্তিত্বই যেন মানুষকে মনে করিয়ে দেয়—অন্যায় যত বড়ই হোক, দেবশক্তির সামনে টিকতে পারে না।
অন্যদিকে, ক্ষমতালোভী এক রাজা প্রকৃতিকে আর মানুষকে শোষণ করে চলেছে। তার লালসা এতটাই তীব্র যে, জঙ্গলের পবিত্রতা পর্যন্ত সে গ্রাস করতে চায়। কিন্তু ঠিক তখনই শুরু হয় প্রকৃতি, দেবতা আর মানুষের পক্ষে এক মহাযুদ্ধ।
পুরো গল্পটা জুড়ে আছে রহস্যের ছায়া, জঙ্গলের অদ্ভুত শব্দ, আগুনের মতো লাল আচার আর দেবীয় শক্তির ঝলক। দর্শক বুঝতে পারবে—এ শুধু এক সিনেমা নয়, বরং লোককাহিনি, ইতিহাস আর বিশ্বাসের মিশেলে তৈরি এক কিংবদন্তি।