Gerakol (2025) Bangla Short Film || গ্যাড়াকল (২০২৫) বাংলা শর্ট ফিল্ম || Chorki Original Short Film

IMDb rating ➤ N/A
Directors ➤ Rakayet Rabby
Stars ➤ Samira Khan Mahi, Intekhab Dinar, Abu Hurayra Tanvir Ect.
Genres ➤ Fiction, Thriller
Language ➤ Bangla
Country ➤ Bangladesh
Platform ➤ Chorki
🌑 সত্য, মিথ্যা আর প্রতিশোধের মুখোশ...

একটা রাত…
একটা বিশ্ববিদ্যালয়…
আর এক মেয়ের অসহায় চিৎকারে কেঁপে ওঠে পুরো দেশ।

পরের দিন সকালেই খবরটা ভাইরাল।
সবাই রাস্তায়—
প্ল্যাকার্ড হাতে ফাঁসির দাবি,
সোশ্যাল মিডিয়ায় আগুন,
আর এক নাম বারবার ঘুরে ফিরে আসে—“ধর্ষক”!

কিন্তু সত্যি কি এতটাই সরল?
যে ছেলেটাকে সবাই ঘৃণায় থুথু দিচ্ছে,
সে কি সত্যিই দোষী?
নাকি সে কোনো অদৃশ্য খেলায় বলি হচ্ছে?

এই সময় সামনে আসে ইন্তেখাব দিনার।
একজন তথাকথিত প্রভাবশালী মানুষ।
সে বলে—“আমি বিচার চাই, আমি ওকে শাস্তি দেব।”
কিন্তু বাস্তবে তার উদ্দেশ্য অন্য কিছু।

দিনার এমন এক মানুষ, যার মুখে ভদ্রতার হাসি,
আর ভেতরে লুকিয়ে আছে লালসা, বিকৃতি আর শয়তানি।
ইউনিভার্সিটির তরুণ মেয়েদের দিকে তার নোংরা দৃষ্টি লুকানো যায় না।
বছরের পর বছর সে নিজের ক্ষমতা আর প্রভাবের আড়ালে
অসংখ্য মেয়ের জীবন নষ্ট করেছে।

একদিন হঠাৎ তার সামনে আসে এক রহস্যময় সুন্দরী মেয়ে।
অদ্ভুতভাবে মোহময়,
যাকে দেখে মনে হয়—এই পৃথিবীতে এমন মানুষ থাকতে পারে না।

দিনার তার সৌন্দর্যে বেহুঁশ হয়ে যায়।
পানিতে নামতেই ফ্লার্ট করে বলে ওঠে—
“তুমি নামার পর থেকেই মনে হচ্ছে পানিটা ফুটছে!”
ভাবা যায়, এমন মানুষই আবার অন্যকে “শিক্ষা” দিতে নামে!

কিন্তু সে জানে না,
এই মেয়েটিই হয়তো এসেছে তার অতীতের সব পাপের বিচার করতে।
যে মেয়েদের সে ভাঙা স্বপ্ন আর কান্না দিয়ে গেছে,
তাদের অশ্রুরই হয়তো প্রতিফলন এই রহস্যময়ী নারী।

এরপর শুরু হয় অদ্ভুত এক খেলা।
দিনারের জীবন ওলটপালট হয়ে যায়।
তার বউয়ের ওপর নির্যাতন, নিজের ভয় আর অপরাধবোধ—সব একসাথে ধেয়ে আসে তার দিকে।

কিন্তু মেয়েটির আসল পরিচয় কী?
সে কি কোনো সাধারণ মানুষ,
নাকি প্রতিশোধের আগুনে জ্বলা এক আত্মা?

শেষ পর্যন্ত কে দোষী, কে নির্দোষ—
তা বোঝা যায় না কারও।
শুধু প্রশ্নটা ঘুরতে থাকে—
যে বিচার আমরা চাই, সেটা কি সত্যি ন্যায়ের বিচার, নাকি প্রতিশোধের?

সব প্রশ্নের উত্তর জানতে হলে দেখতে হবে এই
💥 রহস্যে, ভয় আর প্রতিশোধে ভরা আই ফিকশনটি।
শেষটা তোমার কল্পনাকেও ছুঁয়ে যাবে...

⚠️ দুঃখিত! আপনি AdBlock ব্যবহার করছেন। অনুগ্রহ করে এটি বন্ধ করুন এবং পৃষ্ঠাটি পুনরায় লোড করুন।