IMDb rating ➤ 8.5/10
Directors ➤ SJ Shiva
Stars ➤ Praveen, Harsha Chemudu, Prachi Thakur, Ramya Etc.
Genres ➤ horror, comedy
Language ➤ Hindi dubbed
Country ➤ India
এক শহরে পাঁচ বন্ধু—পরমেশ, ভামন, সাই, পল্লি আর ভার্গব। এরা সাধারণ ছেলেপুলে হলেও স্বপ্নগুলো কিন্তু বড়। পরমেশের সবচেয়ে বড় ইচ্ছে—নিজের একটা রেস্টুরেন্ট। কিন্তু ইচ্ছে থাকলেই তো আর সব হয় না, টাকার অভাব সবকিছু আটকে দেয়।
তবুও বন্ধুত্ব মানেই একসাথে পাগলামি করা। তাই ওরা ঠিক করে ইউটিউবে ভৌতিক ভিডিও বানাবে। সেই সূত্রেই একদিন গিয়ে হাজির হয় এক পুরনো রাজপ্রাসাদে। আর সেখানেই ঘটে আসল ঘটনা—মেলে এক রহস্যময় তন্ত্রগ্রন্থ। কৌতূহল থেকে সেটার ব্যবহার শুরু করতেই দুর্ঘটনা ঘটে যায়। ভুল করে তারা জাগিয়ে তোলে এক অদ্ভুত ভৌতিক শক্তি—বাকাসুরি।
এই বাকাসুরি অন্য সবার মতো নয়। ওর চোখে শুধু একটাই জিনিস—খাবার। যত খাবারই রাখা হোক, চোখের পলকে সব উধাও। ভাত, মাছ, মাংস, বিরিয়ানি, কেক—কোনো কিছুই বাঁচে না। বন্ধুরা প্রথমে ভেবেছিল মজা, পরে বুঝল বিষয়টা একেবারেই ভয়ংকর। কারণ এই আত্মা যত খিদে মেটায়, ততই তার ক্ষুধা বাড়ে, আর এবার সে খাবারের পাশাপাশি তাদের জীবন নিয়েও খেলতে চায়।
এরপর পাঁচ বন্ধু মিলে শুরু করে দারুণ এক লড়াই—কেউ ভয়ে দমে যায় না, কেউ আবার হাস্যকর আইডিয়া দিয়ে ফাঁকি দেওয়ার চেষ্টা করে। কখনো সিরিয়াস, কখনো হাসির—এই ওঠা-নামার ভেতর দিয়েই এগোয় গল্প।
শেষ পর্যন্ত তাদের প্রশ্ন একটাই—এই অদৃশ্য ক্ষুধার্ত দানবকে থামানো কি আদৌ সম্ভব? নাকি নিজেদের জীবন বাঁচাতে চিরকাল তার সাথে বসবাস শিখে নিতে হবে?
“Bakasura Restaurant (2025)” তাই শুধুই হরর নয়, বরং এক ভৌতিক-কমেডি অ্যাডভেঞ্চার, যেখানে ভয়ের সাথে বন্ধুত্ব আর মজার রঙ মিলেমিশে একেবারে নতুন অভিজ্ঞতা দেয় দর্শককে।