IMDb rating ➤ N/A
Directors ➤ Anonno Proteek Chowdhuri
Stars ➤ Nasir Uddin Khan, Azam Khan, Nawba Tahiya, Deepa Khandakar Etc.
Genres ➤ Drama, Suspense, Thriller
Language ➤ Bangla
Country ➤ Bangladesh
আমরা ভিক্ষা বললেই চোখে ভেসে ওঠে রাস্তায় বসে থাকা ক্লান্ত এক মানুষ, হাতে ভাঙা প্লাস্টিকের গ্লাস। কিন্তু এই সিনেমাটা সেই পরিচিত ছবিটাকে ভেঙে দিয়েছে। এখানে ভিক্ষা মানে শুধু টাকা নয়—ভিক্ষা মানে ভালোবাসা, সম্মান, আর স্বীকৃতির অদৃশ্য হাত পাতা।
গল্পটা শুরু হয় সাদামাটা এক আঙ্গিকে। মনে হয় হয়তো আমরা একজন ভিখারির জীবনের কষ্ট দেখতে যাচ্ছি। কিন্তু একটু একটু করে বুঝতে পারি, আসল গল্পটা আমাদের ভেতরে লুকানো।
🔹 কেউ ভালোবাসার ভিক্ষা চায়—
কারও স্নেহ, কারও সান্নিধ্য পাওয়ার জন্য অদৃশ্যভাবে হাত বাড়িয়ে দেয়।
🔹 কেউ সম্মানের ভিক্ষা চায়—
নিজেকে মূল্যহীন মনে হয়, অথচ চারপাশের মানুষ সম্মানের অভিনয় করে যায়।
🔹 আর কেউ সম্পর্কের ভিক্ষায় বেঁচে থাকে—
যেখানে টিকে থাকার জন্য মুখে হাসি, ভেতরে শুধু শূন্যতা।
আজকের সমাজে সম্পর্ক, ভালোবাসা আর সম্মান অনেক সময় হয়ে গেছে এক ধরণের নাটক। বাইরে থেকে চকচকে, ভেতরে ফাঁপা। আর এই সিনেমা ঠিক সেটাই আঙুল দিয়ে দেখিয়ে দেয়।
সবচেয়ে অবাক করা ব্যাপার হলো—শেষ পর্যন্ত আমরা বুঝি, ভিখারি কেবল রাস্তায় বসা মানুষ নয়। আমরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে ভিখারি। কখনো ভালোবাসার জন্য, কখনো সম্মানের জন্য, কখনো নিছক বেঁচে থাকার জন্য আমরা হাত পাতি—যদিও সেটা চোখে দেখা যায় না।
সিনেমার শেষটা যেন একটা আয়না। সেখানে আমরা নিজেদের মুখ দেখতে পাই। আর মনে হয়—ভিক্ষা শুধু রাস্তায় না, ভিক্ষা আমাদের ভেতরেও বেঁচে আছে।