IMDb rating ➤ 8.0/10
Directors ➤ G Sri Raju
Stars ➤ Pruthvi Ambaar, Avinash, Gopalkrishna, Chethan Gandharva Etc.
Genres ➤ Action, Drama, Thriller
Language ➤ Hindi Dubbed
Country ➤ India
কোথালাভাদি—নদীর ধারে এক নিস্তব্ধ গ্রাম। বাইরের চোখে শান্ত, কিন্তু ভেতরে ভেতরে গুমরে মরে মানুষ। ফসল হয় না, ঋণের বোঝায় জর্জরিত তারা। এমন সময়ে হাজির হয় এক ব্যবসায়ী গুজরী বাবু। তিনি লোভের টোপ ফেলে বলেন—“নদীর বালি তোমাদের, কেটে বিক্রি করো, পকেট ভরে যাবে।” শুরু হয় সেই মোহের খেলা।
মানুষ ভাবে, এভাবে হয়তো দারিদ্র্যের হাত থেকে মুক্তি মিলবে। কিন্তু আসলেই তো লোভের পথ কখনো মুক্তির দিকে যায় না—এটা ধ্বংসের রাস্তা। ধীরে ধীরে গ্রামের মানুষ ভেতর থেকে বদলে যায়। একে অপরের প্রতি বিশ্বাস ভাঙে, সম্পর্কের জায়গায় জায়গায় ফাটল ধরে।
এই ভাঙনের মাঝেই আছে মোহনা—একজন সাধারণ শ্রমিক। তার স্বপ্ন ছিল ছোট্ট—প্রিয়জন মাঞ্জিকে নিয়ে সংসার করা। কিন্তু বালুর ব্যবসায় সে জড়িয়ে পড়ে, বুঝতেই পারে না কবে সে নিজের স্বপ্ন থেকে সরে গিয়ে অন্ধকারে ঢুকে গেল। অন্যদিকে মাঞ্জি, যিনি অঙ্গনওয়াড়ির শিক্ষিকা, তিনিই একমাত্র বোঝেন—এই লোভ গ্রামের মাটি, নদী আর ভবিষ্যৎ সবকিছু গ্রাস করে ফেলবে।
তাদের জীবনে প্রবেশ করেন পরাশুরাম IPS। তিনি সতর্ক করেন—“নদী শুকিয়ে গেলে শুধু প্রকৃতি নয়, তোমাদের বেঁচে থাকাও শেষ হয়ে যাবে।” কিন্তু কে শোনে কার কথা? লোভের স্রোতে ভেসে যাওয়া মানুষ তার সতর্কবার্তা শুনতে চায় না।
আরেকদিকে আসে রাজনৈতিক চরিত্র মালিনী, যিনি সুযোগ দেখে ক্ষমতার খেলায় নেমে পড়েন। ফলে কোথালাভাদি হয়ে ওঠে লোভ, রাজনীতি আর প্রতারণার ঘূর্ণিপাকে আটকে থাকা এক গ্রাম।
শেষ পর্যন্ত প্রশ্নটা থেকে যায়—মানুষ কি তাদের ভুল বুঝবে? ভালোবাসা আর সততার পথে ফিরবে, নাকি সবকিছুই ডুবে যাবে বালুর স্রোতে?

