IMDb rating ➤ N/A
Directors ➤ Subhash Kapoor
Stars ➤ Akshay Kumar, Arshad Warsi, Huma Qureshi, Amrita Rao Etc.
Genres ➤ Comedy, Drama
Language ➤ Hindi
Country ➤ India
এই ছবিতে শুরুতেই দেখা যায় এক সাধারণ কৃষকের পরিবার। রাজারাম সোলাঙ্কি নামের একজন কৃষক বছরের পর বছর ধরে তার জমি আঁকড়ে বেঁচে আছেন। কিন্তু হঠাৎ করেই আসে এক বিশাল কর্পোরেট কোম্পানি, যারা সেই জমি দখল করে “বিকানের টু বোস্টন” নামের বড় প্রজেক্ট বানাতে চায়। মন্ত্রী, পুলিশ থেকে শুরু করে প্রশাসনের লোকজন—সবাই এ কাজে মিলে যায়। জমি হারিয়ে কৃষক দিশেহারা হয়ে পড়েন আর শেষমেশ সেই আঘাত সইতে না পেরে মৃত্যুবরণ করেন।
কৃষকের মৃত্যুর পর তার স্ত্রী জানকি, একেবারেই সাধারণ কিন্তু শক্ত মনের নারী, সিদ্ধান্ত নেন আদালতে লড়াই করার। এখানেই আসরে নামে দুই জল্লি—একজন অক্ষয় কুমার (জল্লি মিশ্রা, কানপুর থেকে) আরেকজন আরশাদ ওয়ারসি (জল্লি ত্যাগী, মীরাট থেকে)। প্রথমে দুজনেই একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে, কে এই মামলাটা লড়বে সেই নিয়ে তাদের মধ্যে দারুণ টানাপোড়েন হয়।
কিন্তু মামলার ভেতরের সত্যিটা সামনে আসতেই দুই জল্লি বুঝতে পারে, এটা শুধু একটা মামলা নয়—এটা সাধারণ মানুষের বাঁচা-মরার লড়াই। তাই তারা একসাথে হাত মেলায়। আর শুরু হয় আসল নাটক—আদালতের ভেতর দারুণ সব যুক্তি, হাস্যরস, খুনসুটি, আবার গম্ভীর বাস্তবতা মিলিয়ে এক টানটান পরিবেশ।
বিচারক সুন্দরলাল ত্রিপাঠি (সৌরভ শুক্লা) আবারও তার দারুণ উপস্থিতি দিয়ে পুরো কোর্টরুমকে প্রাণবন্ত করে তোলেন। একদিকে কর্পোরেটের টাকা-শক্তি, অন্যদিকে সাধারণ মানুষের কান্না—এই টানাপোড়েনের ভেতর দিয়েই এগোয় গল্প।
শেষমেশ দেখা যায়, দু’জল্লি মিলে জানকির হয়ে এমনভাবে মামলা লড়ে যে সত্য আর ন্যায় জয়ী হয়। কর্পোরেটের দৌরাত্ম্য ভেস্তে যায় আর সাধারণ মানুষের অধিকার রক্ষা পায়।
👉 সংক্ষেপে বললে, Jolly LLB 3 শুধু একটা কোর্টরুম ড্রামা নয়, এটা আসলে সাধারণ মানুষের জন্য লড়াইয়ের গল্প। এখানে হাসি আছে, আবেগ আছে, আবার সমাজকে নতুন করে ভাববার মতো কড়া বার্তাও আছে।