IMDb rating ➤ 6.6/10
Directors ➤ Piplu Khan
Stars ➤ Jaya Ahsan, Mohsin Akhtar, Tanjim Saiyara Totini, Mohsina Etc.
Genres ➤ Drama
Language ➤ Bangla
Country ➤ Bangladesh
কোভিডের সময়টা মনে আছে? রাস্তাঘাট ফাঁকা, মানুষ বন্দি নিজের ঘরে, চারপাশে কেবল অজানা ভয়। সেই সময়েই একই ছাদের নিচে আটকে গেল দুই নারী—দুই সম্পূর্ণ ভিন্ন দুনিয়ার বাসিন্দা।
একজন ঝলমলে পর্দার তারকা—খ্যাতি, ক্যামেরা আর আলো যার নিত্যসঙ্গী। আরেকজন সাদামাটা গৃহকর্মী—যার জীবনে প্রতিদিনই লড়াই সংসার আর টাকার হিসেব মেলাতে। স্বাভাবিক সময়ে তাদের সম্পর্কটা সীমাবদ্ধ ছিল কাজ আর দায়িত্বের গণ্ডিতে। কিন্তু লকডাউনের সেই দীর্ঘ সময়, যখন পালানোর কোনো রাস্তা নেই, তখন বাধ্য হয়ে তাদের মুখোমুখি হতে হলো একে অপরের।
প্রথমে ছিল অস্বস্তি আর দূরত্ব। কিন্তু ধীরে ধীরে একসাথে খাওয়াদাওয়া, ছোট ছোট গল্প, টিভির সামনে বসে খবর দেখা—এসবের মাঝেই তৈরি হলো এক অদৃশ্য সেতু। যেন অচেনা দুই জগত হঠাৎ এক জায়গায় এসে মিশে গেল।
তবে গল্প সবসময় মধুর থাকে না। সময়ের সাথে একঘেয়েমি, একাকিত্ব আর ভেতরের চাপ ফাঁটল ধরাল সেই বন্ধনে। অভিনেত্রীর অহংকার, গৃহকর্মীর অভিমান—এই ছোট ছোট বিষয়ই সম্পর্কটাকে ধীরে ধীরে আলগা করে দিল।
শেষ পর্যন্ত লকডাউনের সেই দিনগুলো একটাই শিক্ষা দিল—মানুষ এক ছাদের নিচে থেকেও কত দূরে থাকতে পারে, আর ভিন্ন দুনিয়ার ফারাক মুছে ফেলা কত কঠিন।