MDb rating ➤ 8.3/10
Directors ➤ Eugien Jos Chirammel
Stars ➤ Shine Tom Chacko, Deepak, Divya M. Nair, Vincy Aloshious Etc.
Genres ➤ Drama
Language ➤ Hindi Dubbed
Country ➤ India
Christo Xavier গ্রাম্য থানার এক পুলিশ অফিসার, কিন্তু মানুষ তাকে শুধু পুলিশ বলে চেনে না—সে আবার গ্রামের ছেলেমেয়েদের বিনা পয়সায় পড়ায়। থানার উপরের ফাঁকা হলরুমটাই যেন তার স্কুল। তার ক্লাসে সবাই হাসিখুশি, আগ্রহী, তাই গ্রামের মানুষও তাকে খুব ভালোবাসে।
কিন্তু এতে খুশি নয় স্কুলের গণিত ম্যাডাম Nimisha। কারণ তার নিজের ক্লাস ফাঁকা হয়ে যাচ্ছে, ছাত্রছাত্রীরা সবাই Christo-র কাছে যাচ্ছে। এই নিয়ে তার মনে একটা বিরক্তি জমে যায়।
এদিকে গ্রামের মেয়ে Arya, যার জীবনে ভীষণ অশান্তি। তার ভাই Vivek খুব খারাপ ব্যবহার করে, মারে, অপমান করে। Arya-র বন্ধুত্ব নিয়েও সে সন্দেহ আর রাগে ফেটে পড়ে। একদিন ব্যাপারটা এতটাই বেড়ে যায় যে Arya থানায় সাহায্য চাইতে আসে। তখন Christo নিজের চোখে সব দেখে Vivek-কে একটা জোর থাপ্পড় মেরে দেয়। এখান থেকেই গল্পে মোড় নেয়।
শুরুতে গল্পটা একেবারে শান্ত, সুন্দর—শিক্ষক আর ছাত্রছাত্রীদের সম্পর্ক, গ্রামের সরল জীবন, হালকা ঝগড়াঝাঁটি—সবই মিষ্টি। কিন্তু এরপর ধীরে ধীরে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। হঠাৎ মানুষ নিখোঁজ হয়ে যায়, রহস্য জমতে থাকে, ভয় ছড়িয়ে পড়ে। তখন Christo-কে শুধু শিক্ষক বা পুলিশ হয়ে নয়, সত্যের খোঁজে যোদ্ধা হয়ে উঠতে হয়।
শেষে গল্পটা দেখায়—কীভাবে একটা ছোট গ্রামে, পারিবারিক দ্বন্দ্ব আর সমাজের অন্যায়ের ভেতরে লুকিয়ে থাকে অনেক অন্ধকার, আর একজন সৎ মানুষ সেই অন্ধকার ভেদ করে আলোর পথ খুঁজে বের করে।