MDb rating ➤ 6.5/10
Directors ➤ Radha Krishna Jagarlamudi & Jyothi Krishna
Stars ➤ Bobby Deol, Nidhhi Agerwal, Sathyaraj, Vikramjeet Virk Etc.
Genres ➤ Action, Adventure, Drama
Language ➤ Hindi Dubbed
Country ➤ India
হরি হরা ভীরা মাল্লু ১৭শ শতকের মুঘল যুগের পটভূমিতে সেট করা এক অ্যাকশন-প্যাকড গল্প। ভীরা মাল্লু, একজন বীর চোর, যিনি ধনী-দরিদ্রের পার্থক্য দূর করতে চুরি করেন। একদিন তার সামনে আসে সবচেয়ে বড় চ্যালেঞ্জ—মুঘল সম্রাট আওরঙ্গজেবের কোহিনূর হীরা চুরি করা। এই হীরার দাম শুধু অর্থের নয়, সম্রাটের শক্তির প্রতীকও।
ভীরা মাল্লুর সঙ্গে যোগ দেয় পাঞ্চমি। প্রথমে তারা সাথী হলেও, পরবর্তীতে পাঞ্চমি তাকে বিশ্বাসঘাতকতা করে। কিন্তু ভীরা মাল্লু হাল ছাড়ে না। সাহস, কৌশল আর ধৈর্যের সঙ্গে সে হীরাকে উদ্ধার করতে এবং অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ দেখাতে থাকে।
গল্পে আছে অ্যাকশন, সাহসী লড়াই, বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা আর মানুষের জন্য ন্যায়বিচার। শেষমেষ ভীরা মাল্লু তার লক্ষ্য পূরণ করে এবং জনমানসে এক বীরের মতো জায়গা করে নেয়।