IMDb rating ➤ 7.3/10
Directors ➤ Sri Ganesh
Stars ➤ Siddharth, R. Sarathkumar, Meetha Raghunath, Devayani Etc.
Genres ➤ Drama
Language ➤ Hindi Dubbed
Country ➤ India
গল্পটা শুরু হয় ভাসুদেবান আর তার পরিবারকে নিয়ে। ছোট্ট একটা ভাড়া বাসায় থাকে তারা—ভাসুদেবান, তার স্ত্রী শান্তি, ছেলে প্রভু আর মেয়ে আর্থি। সংসারে অভাব আছে, কিন্তু স্বপ্নের কোনো অভাব নেই। ভাসুদেবানের বহু দিনের আশা—একদিন নিজের একটা 3BHK ফ্ল্যাট হবে, যেখানে সবাই মিলে নিশ্চিন্তে থাকতে পারবে।
কিন্তু বাস্তবটা বড় কঠিন। হাতে টাকাপয়সা প্রায় কিছুই নেই। তবুও বাবা-মা হাল ছাড়ে না। ভাসুদেবান ওভারটাইম করে, শান্তি বাড়ি থেকে ছোটখাটো ব্যবসা শুরু করে। আর্থি মায়ের পাশে দাঁড়ায়, প্রভুর পড়াশোনার জন্য সবাই চেষ্টা করে।
প্রভু প্রথমে পড়াশোনায় ভালো না হলেও ধীরে ধীরে একটু করে এগোয়। একটা মেয়ের প্রতি পছন্দ থেকে ও কিছুটা অনুপ্রেরণাও পায়। কিন্তু জীবনের পথে সবকিছু তো আর সহজ হয় না—পরীক্ষায় ব্যর্থ হয়, মেয়েটিও শহর ছেড়ে চলে যায়। একদিকে ছেলের ব্যর্থতা, অন্যদিকে সংসারের টানাপোড়েন—এসবের চাপ ভাসুদেবানের শরীরেও পড়ে, অসুস্থ হয়ে যায় সে।
তবুও পরিবার হাল ছাড়ে না। প্রভু অনেক চেষ্টা করে চাকরি পাওয়ার জন্য। প্রথমে বারবার ব্যর্থ হয়, বন্ধুরাও তার আগে সফল হয়ে যায়। কিন্তু একসময় প্রভুর ভাগ্য খুলে যায়, চাকরি পেয়ে যায়। সেখান থেকেই শুরু হয় পরিবারের ভাগ্য ফেরার পালা।
কয়েক বছর পর, অনেক পরিশ্রম আর লোনের সাহায্যে ভাসুদেবান অবশেষে নিজের স্বপ্ন পূরণ করে—একটা নতুন 3BHK ফ্ল্যাট। পুরো পরিবার যখন নতুন ঘরে ওঠে, তখন মনে হয় তাদের সব কষ্ট, অভাব আর দুঃখ শেষ হয়ে গেছে। বাবা ভাসুদেবানের বহু দিনের স্বপ্নও অবশেষে সত্যি হয়।
“3BHK” তাই শুধু একটা সিনেমা না, এটা আসলে স্বপ্ন, সংগ্রাম আর পরিবারের ভালোবাসার গল্প।