IMDb rating ➤ 7.2/10
Directors ➤ Eashvar Karthic
Stars ➤ Satyadev Kancharana, Priya, Amrutha, Dhananjaya Etc.
Genres ➤ Action, Crime, Thriller
Language ➤ Hindi Dubbed
Country ➤ India
সুর্য নামে এক ছেলে, সে একটা ব্যাংকে চাকরি করে, একদম সাধারণ, সাদাসিধে ছেলে। তার প্রেমিকা সাথি, তার সাথেই একই অফিসে কাজ করে। ওরা দুজনে খুব ভালো একটা জীবন কাটাতে চায়, ভবিষ্যতে একটা বাসা কেনার স্বপ্ন দেখে।
একদিন হঠাৎ একটা ঝামেলা বাধে। সাথি ব্যাংকে একটা ভুল করে ফেলে—চার লাখ টাকা ভুল জায়গায় পাঠিয়ে দেয়। স্বাথী খুব ভয় পেয়ে যায়, যদি ধরা পড়ে, চাকরি যাবে। তখন সুর্য নিজের বুদ্ধি খাটিয়ে একটা উপায় বের করে, একটা ব্যাংকিং লুপহোল ব্যবহার করে সেই টাকাটা ফেরত আনে। এখানেই শুরু হয় সমস্যা।
এরপর সুর্য ভাবে, ঠিকঠাক হয়ে গেছে। কিন্তু হঠাৎ একদিন দেখে, তার অ্যাকাউন্টে পাঁচ কোটি টাকা ঢুকে গেছে। সে কিছুই বোঝে না—কে পাঠালো, কেন পাঠালো! তখনই আসে আসল বিপদ।
আদিত্য দেবরাজ, একজন ভয়ংকর লোক, লোকজন নিয়ে হাজির হয়। সে বলে, এই পাঁচ কোটি টাকাটা তার, আর সেটা চার দিনের মধ্যে ফেরত দিতে হবে। না হলে সুর্যকে মেরে ফেলবে।
এবার সুর্য পড়ে যায় এক অদ্ভুত ঝামেলায়—একদিকে চাকরির ভরসা, আরেকদিকে প্রেমিকা, আর অন্যদিকে এক ভয়ংকর লোক পেছনে লেগে আছে। সুর্য জানে, সে কোনো অন্যায় করেনি, কিন্তু এখন তার জীবন ঝুঁকিতে।
সে নিজে একা এই পাঁচ কোটি টাকা ফেরত দিতে পারবে না। তাই সে আবার ব্যাংকের সিস্টেম, লুপহোল, হিসাব—সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখে একটা উপায় বের করার চেষ্টা করে।
এই সময় সিনেমায় আসে কিছু সাপোর্টিং চরিত্র—যেমন বন্ধু, যে একটু মজার মানুষ, কিছু হাসির মুহূর্ত আনে। আর আসে আরও কিছু চরিত্র, যাদের কেউ সাহায্য করে, কেউ বিপদ বাড়ায়।
শেষদিকে সুর্য একটা সাহসী সিদ্ধান্ত নেয়। সে একটা ব্যাংক ডাকাতির মতো একটা প্ল্যান করে—আসলে সেটা ঠিক ডাকাতি না, বরং একরকম কৌশল—যার মাধ্যমে সে আদিত্যকে ফেরত দিতে চায় তার টাকা, কিন্তু আইনের বাইরে গিয়ে না।
সবশেষে, অনেক দৌড়ঝাঁপ, বুদ্ধির খেলা, আর নাটকীয় টানাপোড়েনের পর দেখা যায়, সুর্য কোনোভাবে নিজেকে ও সাথিকে রক্ষা করতে পারে। কিন্তু তার জন্য তাকে অনেক কিছু শিখতে হয়, হারাতে হয়, আর বুঝতে হয়—জীবন শুধু ভালোবাসা বা চাকরি না, মাঝে মাঝে কঠিন সিদ্ধান্তও নিতে হয়।