IMDb rating ➤ 6.5/10
Directors ➤ Ilya Naishuller
Stars ➤ Priyanka Chopra, John Cena, Idris Elba, Paddy Considine Etc.
Genres ➤ Action, Thriller
Language ➤ Hindi
Country ➤ U.S.A
একদিন হুট করে বিশ্ব রাজনীতির বড় এক ঝামেলায় জড়িয়ে পড়ে আমেরিকার প্রেসিডেন্ট আর ব্রিটিশ প্রধানমন্ত্রী।
মার্কিন প্রেসিডেন্ট উইল (জন সেনা) – এই লোকটা শুধু প্রেসিডেন্ট না, আগে ছিল একশন হিরো, যাকে দেখলেই মনে হয় এখনই হয়তো ধুমধাড়াক্কা শুরু হয়ে যাবে। আর ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যাম (ইদ্রিস এলবা) – আগে ছিল মিলিটারি লোক, এখন রাষ্ট্রনেতা। দুজনেই আলাদা আলাদা স্টাইলের, একে অপরকে একদম সহ্য করতে পারে না।
তাদের এক মিটিংয়ে, যেখানে দুদেশের বড় বড় সিদ্ধান্ত নেওয়ার কথা, সেখানে হঠাৎ হামলা হয়। তখনই বোঝা যায়, এই দুই নেতাকে টার্গেট করে ভয়ানক আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে।
এদিকে স্পেনে MI6-এর এজেন্ট নোয়েল (প্রিয়াঙ্কা চোপড়া) একটা মিশনে ব্যস্ত ছিল—রাশিয়ান অস্ত্র ব্যবসায়ী গ্রাডভকে ধরার প্ল্যান। সেই খুনোখুনির মাঝেই বোঝা যায়, প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রী আসলে এই প্ল্যানের অংশ, মানে তারাও বিপদে।
এই অবস্থায় প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রী—যারা নিজেরাই সবসময় নিরাপত্তার ভেতরে থাকে—নিজেরা হয়ে ওঠে অ্যাকশন হিরো। কেউ আর বাঁচাতে আসবে না, নিজেদের বাঁচাতে নিজেরাই ঝাঁপ দেয়। প্লেন থেকে ঝাঁপ, গাড়ি ধাওয়া, ট্রেনে ধুন্ধুমার লড়াই—যেখানে যা দরকার, করে ওরা।
প্রথমে দুই নেতার মধ্যে শুধু ঠোকাঠুকি—তুই আমার কথা শুনিস না, তুই একগুঁয়ে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আস্তে আস্তে যখন তারা বুঝতে শুরু করে এই পুরো ষড়যন্ত্র কতটা বড়, তখন একসাথে কাজ করতে বাধ্য হয়। আর সেখান থেকেই শুরু হয় বন্ধুত্বের রসায়ন।
পাশাপাশি CIA আর MI6-এর কিছু মজার চরিত্র আছে—Jack Quaid আর Priyanka তো আছেই। গল্পে হালকা হাসির রস, গম্ভীর রাজনীতি আর জমজমাট অ্যাকশন সব আছে একসাথে।
শেষে কী হয়? দুই নেতা মিলে ষড়যন্ত্র ফাঁস করে, রাশিয়ান খলনায়ককে ধরেও ফেলে। কিন্তু তারচেয়েও বড় জয় হলো—ওদের একে অপরকে বুঝে ওঠা।
প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রী হয়ে উঠল ‘বন্ধু’—পলিটিক্সের বাইরেও মানুষ হিসেবে তারা কেমন সেটা দেখানোই ছিল এই সিনেমার মজা। আপনি চাইলে সিনেমাটি দেখে নিতে পারেন।