IMDb rating ➤ 5.6/10
Directors ➤ Animesh Aich
Stars ➤ Ishtiak Ahmed, Nur Imran Mithu, Shohel Mondol, Bhabna, Jyotika Jyoti Etc.
Genres ➤ Thriller, Comedy, Drama
Language ➤ Bangla
Country ➤ Bangladesh
একজন মানুষ, চাকরি নেই, হাতে কাজ নেই—দিনকাল মোটেই ভালো যাচ্ছে না। শুধু চিন্তা আর টানাটানির জীবন। একদিন হঠাৎ করে রাস্তার ধারে একটা অদ্ভুত চাবি কুড়িয়ে পায় সে। প্রথমে বুঝতে পারে না ব্যাপারটা কী, কিন্তু পরে জানতে পারে—এই চাবি নাকি লুকিয়ে থাকা একটা গুপ্তধনের দরজা খুলে দিতে পারে!
বাঁচা-মরার এই জীবনে হঠাৎ এমন একটা আশার আলো দেখে লোকটা সিদ্ধান্ত নেয়, যে করেই হোক, গুপ্তধনটা সে বের করবেই। ভাগ্য একবার যদি মুখ তুলে চায়, জীবনটাই বদলে যাবে।
কিন্তু যতটা সহজ ভাবছিল, ততটা সহজ ছিল না। ওই গুপ্তধনের খবর আগেই পেয়ে গেছে এক ভয়ংকর চক্র—অপরাধী এক দল, যারা এই সম্পদ নিজেদের হাতে রেখেই চিরকাল গা ঢাকা দিয়ে বাঁচতে চায়।
এবার শুরু হয় এক রুদ্ধশ্বাস দৌড়—একদিকে একজন সাধারণ মানুষ, যার স্বপ্ন শুধু একটা ভালো জীবন… আর অন্যদিকে একদল অপরাধী, যারা মরতে ও মারতে দ্বিধা করে না।
সে কি পারবে সব বিপদ ঠেলে গুপ্তধন নিজের করে নিতে?
না কি চাবি দিয়ে দরজা খোলা শুরু হলেও শেষটা হবে আরও ভয়ংকর?