IMDb rating ➤ 7.5/10
Directors ➤ Raj Kumar Gupta
Stars ➤ Ajay Devgn, Riteish Deshmukh, Vaani Kapoor, Tamannaah Bhatia Etc.
Genres ➤ Crime, Drama, Thriller
Language ➤ Hindi
Country ➤ India
এই গল্পটা শুরু হয় সেই জায়গা থেকে, যেখানে "Raid (2018)" শেষ হয়েছিল। অময় পাটনায়েক (Ajay Devgn)—একজন সৎ ও সাহসী আয়কর অফিসার—এইবার নতুন একটা মিশনে নামে। কিন্তু এই মিশনটা আগের চেয়েও ভয়ানক আর বিপজ্জনক।
এইবার ওর টার্গেট একজন প্রভাবশালী রাজনৈতিক নেতা, দাদা মনোহর ভাই (Riteish Deshmukh), যিনি লোক দেখানো সমাজসেবা আর রাজনীতি করে আসলে বিশাল একটা দুর্নীতির জাল তৈরি করে রেখেছেন। দাদা বাইরের দিক থেকে ভদ্রলোক মনে হলেও ভিতরে ভিতরে অনেক ভয়ংকর—তাঁর কালো টাকার পাহাড়, ভুয়া NGO, নিজের বাহিনী, পুলিশে লোক, সবকিছু আছে।
অময় সাহেব আগের মতোই নিয়ম মেনে, কাগজপত্র ঘেঁটে, তথ্য জোগাড় করে এগোয়। কিন্তু এবার শত্রুরা অনেক বেশি শক্তিশালী। ওকে থামাতে ভয় দেখানো হয়, ট্রান্সফার করার চেষ্টা হয়, এমনকি পরিবারকেও হুমকি দেওয়া হয়।
কিন্তু অময় দমে যাওয়ার লোক না। সে নিজের বুদ্ধি, সাহস আর সততার জোরে একের পর এক প্রমাণ জোগাড় করে, আর শেষমেশ দাদার বাড়ি ও অফিসে বিশাল রেইড চালায়।
এই রেইডটা মোটেও সহজ ছিল না—হাজারটা বাঁধা, পুলিশ-রাজনৈতিক চাপ, গোপন সম্পত্তির হিসেব মিলানো—সবই ছিল। কিন্তু যেভাবে অময় দলবল নিয়ে একটা সময় সব জট খুলে ফেলে, সেটা খুবই টানটান উত্তেজনাময়।
শেষে দেখা যায়, আইনের কাছে কেউই বড় না, যত বড় নেতা বা মাফিয়াই হোক না কেন। চমৎকার মুভিটি দেখতে পারেন।