MDb rating ➤ 7.6/10
Directors ➤ Sailesh Kolanu
Stars ➤ Vishwak Sen, Ruhani Sharma, Murli Sharma, Bhanuchander Etc.
Genres ➤ Crime, Drama, Mystery, Thriller
Language ➤ Hindi Dubbed
Country ➤ India
পার্ট ১ প্লট:
ভিক্রম পুলিশ অফিসার। জটিল মামলা গুলো বুদ্ধি দিয়ে সমাধান করতে পারে সে বেশ পটু। বিশেষ করে কিডন্যাপিং কেইস গুলো সমাধান করতে সে অনেক বেশি পারদর্শী। আর নেহা হচ্ছে তার গার্লফ্রেন্ড।
নেহা ফরেনসিক বিভাগে কাজ করে। হঠাৎ করে নেহা নিখোঁজ হয়ে যায়। নেহা নিখোঁজের মামলা তদন্ত করতে গিয়ে একি প্যাটার্নের আরো একটি নিখোঁজের মামলা পায় ভিক্রম। এি মামলার ভিকটিমের নাম প্রিতি।
কেইস ২টি যেহেতু একি প্যাটার্নের নেহাকে খোঁজে বের করার জন্য ভিক্রম প্রিতিকে আগে খোঁজ করা শুরু করে। এসব কিডন্যাপ কে করছে, কেন করছে? ভিক্রম কি পারবে দুজন কে বাঁচাতে। জানতে দেখতে হবে পুরো মুভিটি।
পার্ট ২ প্লট:
অপরাধী ধরতে দেরি হলে পুলিশকে সবাই দোষ দেয়। আবার সেই পুলিশ যদি অপরাধী দ্রুত ধরে ফেলে তাহলে কৈফিয়ত চায়। এটা কেমনে হল? ঐটা কেমনে হলো? অপরাধীকে পাকড়াও করতে খুব বেশি সময় লাগে না।
অপরাধীরা হয় মস্ত বোকা। হোমিসাইড ডিপার্টমেন্টের বিষণ চালাক আর মেধাবী অফিসার KD। যার কাছে অপরাধী ধরা কোন ব্যাপার না। কিন্তু সব অপরাধীই কি কেডির কথামতো "মস্ত বোকা"? হঠাৎই একটি মামলা আসল যেটা তাকে নাযেহাল করে ছাড়ল!
একটি বারে সানজানা নামের নারী কর্মচারী খুন হয়েছে। পৈশাচিকভাবে ও নির্মমভাবে হত্যা করা হয়েছে বেচারিকে। হাত-পা-মুণ্ডু আলাদা করে কেটে চিৎ হয়ে পড়ে থাকা লাশের মতো করে সাজিয়ে রেখে গেছে। অফিসার কেডি দেখেই বুঝতে পারল এ কোন সাধারণ খুনীর কাজ নয়।
তদন্তে নামল হোমিসাইড। ফরেনসিক রিপোর্ট দেখে সবার গলা শুকিয়ে গেল। জানা গেল, এখানে মাত্র একটি লাশ নয়, ৩টি লাশের অংশ আলাদাভাবে এনে সাজানো হয়েছে। মাথা একজনের, হাত একজনের, পা আরেকজনের! মেয়ে ৩ জনের পরিচয় বের করতে ঘাম ছুটে গেল কেডির।
অনেক চেষ্টার পর প্রমাণসহ খুনীকে পাওয়া গেল। স্বস্তির নিশ্বাস ফেলার আগেই কেডি জানতে পারল যাকে সে আসল খুনী বলে ধরেছে সে প্রকৃত খুনি নয়। তবে কে এই ভয়ংকর সাইলেন্ট কিলার? তাদের আশেপাশের কেউ নয়তো?
নিহত হওয়া মেয়েগুলোর মধ্যে যোগসূত্রই বা কি? এ খুনের অধ্যায় শেষ না সবে শুরু? সব প্রশ্নের উত্তর পেতে হলে দেখতে হবে মুভিটি।