IMDb rating ➤ 7.0/10
Directors ➤ Syed Ahmed Shawki
Stars ➤ Sara Zaker, Saswata Chatterjee, Intekhab Dinar, Imran, Sushama Sarker Ect.
Genres ➤ Comedy, Drama
Language ➤ Bangla
Country ➤ Bangladesh
তালুকদার পরিবারের উত্তরাধিকারেরা যখন পিতার মৃত্যুর পর পারিবারিক সম্পত্তি ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে, তখনই এক ভয়াবহ ঘটনা ঘটে।
সম্পত্তির ভাগ নিয়ে তীব্র মতবিরোধ, সন্দেহ, আর অহংকারে যখন পরিবারের পরিবেশ দিন দিন বিষিয়ে উঠছে, ঠিক তখনই ঘটে এক অপ্রত্যাশিত অপহরণ। পরিবারের সবচেয়ে আদরের ও সর্বকনিষ্ঠ সদস্য—এক শিশু—হঠাৎ নিখোঁজ হয়ে যায়।
কিছুক্ষণ পরই আসে একটি অজানা নম্বর থেকে ফোনকল। অপহরণকারীরা শিশুটির মুক্তিপণ হিসেবে দাবি করে পুরো পারিবারিক সম্পত্তির সমপরিমাণ অর্থ।
এই চরম সংকট মুহূর্তে তালুকদার পরিবারের সদস্যদের মুখোশ একে একে খুলতে শুরু করে। এক সময় যে পরিবার ছিল ঐক্যের প্রতীক, সেই পরিবারে আজ অসহিষ্ণুতা, হিংসা ও বিশ্বাসঘাতকতা গেড়ে বসেছে। অপহরণের ঘটনাকে কেন্দ্র করে ধীরে ধীরে উন্মোচিত হতে থাকে দীর্ঘদিনের চাপা পড়া অন্ধকার ইতিহাস, একের পর এক চমকে দেওয়ার মতো সত্য, গোপন পারিবারিক শত্রুতা, এবং এমন সব গোপন রহস্য যা এতদিন ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল সমাজে মর্যাদা ও সম্মান রক্ষার জন্য।
একদিকে অপহৃত শিশুকে জীবিত উদ্ধার করার দুশ্চিন্তা, অন্যদিকে পারিবারিক অভ্যন্তরে অস্থিরতা ও দ্বন্দ্ব—এই দুইয়ের মাঝে পড়ে তালুকদার পরিবার দাঁড়িয়ে যায় এক কঠিন মোড়ের মুখোমুখি। কে প্রকৃত শত্রু? কার ভেতরে লুকিয়ে আছে বিশ্বাসঘাতকতা? আর এই সংকটের শেষেই বা কী অপেক্ষা করছে?
চমৎকার এই সিরিজটি এখনি দেখে নিন।