IMDb rating ➤ 7.1/10
Directors ➤ Deepak Kumar Mishra
Stars ➤ Amol Parashar, Akash Makhija, Vinay Pathak, Akansha Ranjan Kapoor Etc.
Genres ➤ Comedy
Language ➤ Hindi
Country ➤ India
এই গল্পটা এক তরুণ ডাক্তার প্রভাতকে নিয়ে, যিনি শহরের মডার্ন জীবন ছেড়ে একদম গ্রামবাংলার ভাতকান্দি নামের এক দূর-দুরান্তের গ্রামে চিকিৎসক হিসেবে যোগ দেন। মনটা তাঁর অনেক আশায় ভরা – ভাবেন গ্রামের মানুষদের ভালো চিকিৎসা দেবেন, আধুনিক সেবা পৌঁছে দেবেন, যেন তাদের কষ্ট একটু কমে।
কিন্তু গ্রামে গিয়েই বুঝতে পারেন, ব্যাপারটা এত সহজ না। হাসপাতালটা জরাজীর্ণ, প্রাথমিক চিকিৎসারও ঠিকঠাক ব্যবস্থা নেই, গ্রামের মানুষও আধুনিক চিকিৎসায় খুব একটা বিশ্বাস করে না। ওদের অনেকেই ওঝা-বৈদ্য, তাবিজ-কবজ এসবেই ভরসা রাখে। সেই সঙ্গে আছে রাজনৈতিক চাপ, প্রশাসনিক ঝামেলা, আর লোকজনের অবিশ্বাস।
এই অবস্থার মধ্যেও ডাক্তার প্রভাত হাল ছাড়েন না। এক এক করে মানুষের বিশ্বাস জেতার চেষ্টা করেন, হাসিমুখে কাজ করে যান, আর নানা রকম চ্যালেঞ্জ সামলে এগিয়ে চলেন। তাঁর এই পথটা শুধু গ্রামটাকে বদলে দেওয়ার নয়, নিজেকেও নতুন করে চেনার ও শেখার এক যাত্রা।
পুরো সিরিজে হাসি, আবেগ আর বাস্তবতার এক চমৎকার মিশেল আছে – যেন গ্রামের মাটির গন্ধ পাওয়া যায় প্রতিটি দৃশ্যে। দেরি না করে সিরিজটি এখনি দেখে নিন চমৎকার একটি সিরিজ।